শুক্রবারই সমস্ত রাজ্যের সচিবদের কাছে এই ভাতার বিষয়ে তথ্য জানানো হয় কেন্দ্রের তরফে। কেন্দ্রীয় নির্দেশের কথা সেখানে জানানো হয়। এর আগে, অল ইন্ডিয়া সার্ভিস অফিসার বা এআইএস অফিসারদের বেতনের বেসিক পে অংশের ২৫ শতাংশ 'উৎসাহ ভাতা' হিসাবে দেওয়া হত। তা গত ২৩ সেপ্টেম্বর থেকে তুলে নেওয়া হয়।