পুজোয় মেকআপ কীভাবে করবেন, তাঁর খুঁটিনাটি তো রয়েইছে আপনার কাছে, এখন বরং একবার দেখে নিন মেকআপ তোলার সঠিক উপায়। কারণ মেকআপ ঠিকভাবে পরিষ্কার না হলে স্কিনে র্যাশ থেকে শুরু করে ব্রণর মতো নানা সমস্যা দেখা দিতে পারে। চলুন দেখে নেওয়া যাক মেকআপ তোলার স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া-
১. মেকআপ রিমুভার ব্যবহার করুন: প্রথমে একটি মেকআপ রিমুভার, যেমন - নারকেল তেল, মাইসেলার ওয়াটার বা মেকআপ রিমুভার ওয়াইপস ব্যবহার করে মেকআপের প্রাথমিক স্তরগুলি পরিষ্কার করে ফেলুন।
২. ক্লিনজার ব্যবহার করুন: এরপর ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এটি নিশ্চিত করবে যে ত্বকের লোমকূপগুলো থেকে মেকআপের অবশিষ্টাংশও এতে পরিষ্কার হয়ে যাবে।
৩. চোখের মেকআপ তুলুন: চোখের মেকআপ তোলার সময় খুব সাবধানে থাকতে হবে। কারণ চোখের চারপাশের ত্বক খুব সংবেদনশীল, তাই বেশি ঘষাঘষি না করাই ভালো।
৪. টোনার ব্যবহার করুন: মুখ ধোওয়ার পর ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে এবং ত্বকের PH ভারসাম্য ফেরাতে টোনার ব্যবহার করা আবশ্যক।
৫. ময়েশ্চারাইজার লাগান: সবশেষে আপনার ত্বকের সঙ্গে মানানসই কোনো ময়েশ্চারাইজার মুখে লাগান। এতে আপনার ত্বক হারিয়ে যাওয়া আদ্রতা ফিরে পাবে। ময়েশ্চারাইজার লাগানোর আগে ভালো কোনো কোম্পানির শিট মাস্কও ব্যবহার করতে পারেন।
৬. লিপবাম ও আন্ডার আই ক্রিম: সবশেষে ঠোঁটে লিপবাম লাগিয়ে নিন। এবং অবশ্যই চোখের তলায় আন্ডার আই ক্রিম। এবার একটা শান্তির ঘুম আপনাকে পরেরদিন প্যান্ডেল হপিংয়ের জন্য প্রস্তুত করে দেবে।