শুল্কগুঁতোর পরে এবার ভিসা-বোমা! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রীতিমতো ব্যতিব্যস্ত করে তুলেছেন ভারতীয়দের। এরমধ্যে এবার এইচ-১বি ভিসার নিয়মে বড় বদল আনতে চলেছে ট্রাম্প প্রশাসন। প্রচলিত লটারির পরিবর্তে এখন থেকে নতুন পদ্ধতিতে বিদেশি কর্মীদের বাছাই করে ভিসা দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এমনটাই ঘোষণা করেছে হোমল্যান্ড সিকিউরিটি দফতর। আপাতত ভিসা সংক্রান্ত নিয়মকানুন সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। উপরমহলের সবুজসঙ্কেত মিললেই চালু হয়ে যাবে নয়া নিয়ম। আর এটা নিয়ে সব থেকে চিন্তায় পড়েছে ভারতই।
সরকারি পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার সবচেয়ে বেশি সুবিধাভোগী ভারতীয় কর্মীরা। গত বছর ভারত থেকে ৭১ শতাংশ আবেদন মঞ্জুর হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানেই আছে চিন। সেখান থেকে ১১.৭ শতাংশ ভিসার আবেদন মঞ্জুর হয়েছে। ২০২৫ সালের প্রথমার্ধে অ্যামাজন এবং তার সহযোগী সংস্থাগুলি ১২ হাজার এইচ-১বি ভিসার আবেদন মঞ্জুর করেছে। মাইক্রোসফট, মেটার মতো সংস্থা সবুজ সঙ্কেত দিয়েছে পাঁচ হাজার করে আবেদনে। এদিকে, নতুন প্রস্তাবে প্রচলিত লটারির ব্যবস্থা বাতিল করে দক্ষতা ও বেতনকে অগ্রাধিকার দেওয়ার মতো নির্বাচনী প্রক্রিয়া চালুর কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, ‘উচ্চ দক্ষতা ও বেশি বেতন পাওয়া বিদেশিদের জন্য এইচ-১বি ভিসা বরাদ্দকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে সব বেতন স্তরের নিয়োগদাতাদের জন্যও ভিসা কর্মী নেওয়ার সুযোগ বজায় থাকবে।’
আরও পড়ুন-'ভুয়ো হিন্দু দেবতা!' US-এ ট্রাম্পের দলের নেতার মন্তব্যে বিতর্ক তুঙ্গে, নিন্দার ঝড়
নয়া প্রস্তাব অনুযায়ী, কর্মীদের নির্ধারিত বেতনস্তরের ভিত্তিতে ভিসা দেওয়ার জন্য বাছাই করা হবে। সর্বোচ্চ চারটি মজুরি স্তরের মধ্যে যাঁরা সর্বোচ্চ পর্যায়ে থাকবেন, অর্থাৎ বছরে ১ লক্ষ ৬২ হাজার ৫২৮ ডলার বেতন পান, তাঁদের নাম নির্বাচনী তালিকায় চারবার অন্তর্ভুক্ত হবে। আর সর্বনিম্ন স্তরের কর্মীরা কেবল একবার অন্তর্ভুক্ত হবেন। অর্থাৎ, উচ্চ বেতনের অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীদের নির্বাচনের সম্ভাবনাও উল্লেখযোগ্য ভাবে বেড়ে যাবে। অন্যদিকে, সদ্য স্নাতক হওয়া কিংবা নবাগত কর্মীরা সুযোগ পাবেন কম। সম্প্রতি এইচ-১বি ভিসা সংক্রান্ত নিয়মে বিস্তর বদল এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত সপ্তাহেই ট্রাম্প নতুন ভিসা আবেদন প্রতি ১ লক্ষ ডলারের ফি নির্ধারণ করে ঘোষণায় স্বাক্ষর করেন। এর আগে প্রযুক্তি ও প্রকৌশল-সহ নানা ক্ষেত্রে বিদেশি দক্ষ কর্মী নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলিকে লটারির মাধ্যমে এইচ-১বি ভিসা দেওয়া হতো।
আরও পড়ুন-'ভুয়ো হিন্দু দেবতা!' US-এ ট্রাম্পের দলের নেতার মন্তব্যে বিতর্ক তুঙ্গে, নিন্দার ঝড়
ভিসানীতির এই বিরাট পরিবর্তনের ফলে ভারতীয় নাগরিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন।কনজারভেটিভ থিঙ্ক ট্যাঙ্ক হেরিটেজ ইনস্টিটিউটের মতে, বিশের দশকের মাঝামাঝি সময়ে ভারত এবং চিনের প্রাথমিক স্তরের কর্মীরা বেশিরভাগ এইচ-১বি ভিসার পদ পূরণ করেছিলেন এবং গড় বেতনের চেয়ে কম বেতনে কাজ করেছেন। সিলিকন ভ্যালি ভিত্তিক অভিবাসন আইনজীবী সোফি অ্যালকর্ন বলেন, এই সংস্কারের প্রস্তাবটি প্রাথমিক স্তরের বিদেশি কর্মীদের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। তাঁর কথায়, 'বেতন ভিত্তিক লটারি ব্যবস্থা থাকলে দক্ষ অভিবাসনের চাহিদা হ্রাস পাবে, বিশেষ করে যারা প্রাথমিক স্তরের কর্মী, তাদের উপর এর প্রভাব পড়বে।'