বহুদিন ধরেই দেবলীনা দত্ত ও সৌম্য বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যেন চর্চার অন্ত নেই। আজকাল হামেশাই কোনও পার্টি হোক বা অ্যাওয়ার্ড শোয়ে একসঙ্গে পৌঁছন দু'জনে। ফলে শুধু নেটপাড়া নয়, টলিপাড়াতেও কান পাতলে শোনা যাচ্ছে তাঁরা নাকি একে অপরের প্রেমে পড়েছেন। আর তার মাঝেই পুজোর আগে দেবলীনার সঙ্গে ছবি দিয়ে বিশেষ বার্তা দিলেন সৌম্য।
আরও পড়ুন: জাতীয় পুরস্কারের মঞ্চে ইতিহাস গড়ল বাংলা, পুরস্কৃত অর্জুন দত্তের ‘ডিপ ফ্রিজ’
ইনস্টাগ্রামে তিনি দেবলীনার সঙ্গে বেশ কিছু শেয়ার করেন। সেখানে রং মিলান্তিতে দেখা মেলে দু'জনের। গলায় নানা রঙের সুতোর কাজ করা অফ হোয়াইট রঙের পাঞ্জাবিতে নজর কাড়েন সৌম্য। অন্যদিকে, একই রঙের ও সুতোর কাজ করা শাড়ি ও ব্লাউজে সেজে উঠেছিলেন দেবলীনা। গলায় সিলভার চোকার, হাতে সিলভার আংটি, চুড়ি, কানে ঝুমকো পরে বেশ দেখাচ্ছিল নায়িকাকে।
আরও পড়ুন: টলিউড ছাড়িয়ে বলিউডে অভিষেক মালবিকার, প্রকাশ ঝা-এর কোন ছবিতে দেখা যাবে তাঁকে?
এই ছবিগুলি শেয়ার করে সৌম্য লেখেন, ‘২০২৫-এ সেজে উঠুন,আনন্দে কাটান প্রতিটা মুহূর্ত। রঙিন হয়ে উঠুক আপনার জীবন। মা দুর্গার ঐশ্বরিক কৃপা সবসময় আপনার সঙ্গে থাকুক। মা-এর আশীর্বাদে আপনার জীবনে ভরে উঠুক প্রেম, সুখ ও সমৃদ্ধি।’ তাঁরা মূলত একটি ব্যান্ডের জন্যই এই ফটোশ্যুটটি করেছেন। তাঁদের একসঙ্গে দেখে নেটিজেনরা তাঁদের ভালোবাসায় ভরে দিয়েছেন।
প্রসঙ্গত, তাঁদের প্রেমের গুঞ্জন সম্পর্কে হিন্দুস্তান টাইমস বাংলাকে এক সাক্ষাৎকারে দেবলীনা বলেছিলেন, ‘আমরা একে অপরের খুব ভালো বন্ধু। আমারদের বন্ধুত্বে কোনও জেন্ডার নেই।’ অন্যদিকে, সৌম্য বলেন, ‘গুঞ্জন এবং গুজব দুটোতে বেশি কান দিতে নেই।’
উল্লেখ্য, ২০১২ সালে তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন দেবলীনা। এটা ছিল তথাগতর দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেত্রী কন্যাকুমারীর সঙ্গে সাত পাক ঘুরেছিলেন তিনি। একসঙ্গে বেশ কয়েকটি পোষ্য নিয়ে ছিল তথাগত-দেবলীনার সুখের সংসার। তবে ২০২১ সালের শেষের দিকে ভেঙে যায় তাঁদের সম্পর্ক। এই বিচ্ছেদের কারণ হিসাবে বারবার উঠে আসে বিবৃতির সঙ্গে তথাগতর ঘনিষ্ঠতার কথা। যদিও এখনও তথাগতর সঙ্গে আইনি ভাবে বিচ্ছেদ হয়নি নায়িকার। অন্যদিকে, অভিনেত্রী স্বরলিপি চট্টোপাধ্যায়ের সঙ্গে একসময় সংসার পেতেছিলেন সৌম্য বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরে তাঁরাও বিচ্ছেদের পথে হাঁটেন।