ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল তাঁদের সন্তান আসার খবর ঘোষণা করার পর থেকেই তাঁদের ভক্তরা আনন্দে মেতে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেক নেটিজেন তো আবার তাঁদের সন্তানের নাম সুপারিশ করতে শুরু করেছেন। ইতিমধ্যে, একটি পোস্ট প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে সলমন খান, ভিকি এবং ক্যাটরিনাকে অভিনন্দন জানিয়েছেন। এই অভিনন্দন বার্তাটি দেখে নেটিজেনরা নানা রসিকতা করেছেন। বাস্তবে এটা একটা ভুয়া পোস্ট। অনেকেই সলমনের অ্যাকাউন্ট চেক করেছেন, এবং কেউ কেউ লিখেছেন যে তিনি এটি তিনি পোস্ট করেছেন এবং তারপর আবার মুছে ফেলেছেন।
আরও পড়ুন: উত্তর আমেরিকা সফর চলাকালীন কর্নিয়ায় আঘাত, কেমন আছে বাদশার চোখ এখন?
আরও পড়ুন: পুজোর আগেই চমক! 'ভরে উঠুক প্রেম…', সম্পর্কের গুঞ্জনের মাঝেই দেবলীনার সঙ্গে ছবি দিয়ে লিখলেন সৌম্য
আরও পড়ুন: গর্ভে প্রথম সন্তান, প্যারিসে দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করলেন পরিণীতি-রাঘব
ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল এক অন্যতম জনপ্রিয় দম্পতি। তাঁদের বিয়ের পর থেকেই মানুষ ক্যাটরিনার গর্ভাবস্থা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে যায়। অবশেষে, ভিকি এবং ক্যাটরিনা তাঁদের গর্ভাবস্থার খবর প্রকাশ করতেই একটি মিষ্টি পোস্ট শেয়ার করেন তাঁরা। তাঁদের পোস্ট প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনরা উত্তেজিত হয়ে পড়েছেন এবং বিভিন্ন মিম প্রচার করা শুরু করেছেন। ট্যুইটারে একটি পোস্ট প্রকাশ্যে আসে যেখানে দেখা যায় সলমনের অ্যাকাউন্ট থেকে ভিকি এবং ক্যাটরিনার গর্ভাবস্থার ছবিটি পোস্ট করা হয়েছে। আর তা পোস্ট করে অভিনন্দন জানানো হয়েছে।
আরও পড়ুন: টলিউড ছাড়িয়ে বলিউডে অভিষেক মালবিকার, প্রকাশ ঝা-এর কোন ছবিতে দেখা যাবে তাঁকে?
আরও পড়ুন: হেলিকপ্টারে চড়ে এসেও শ্যুট না করে ফিরে যান সলমন! জানেন দাবাং সেটে কোন কাণ্ড ঘটেছিল

আর এই কান্ড দেখে নেটিজেনরা অবাক। একজন লিখেছেন, ‘এটা আসল নয়।’ আর একজন লিখেছেন, ‘দেখুন, পোস্টটি এসেছে।’ আর একজন মন্তব্য করেছেন, ‘আমি চেক করতে গিয়েছিলাম।’ আরও একজন মন্তব্য করেছেন, ‘ভাই পোস্টটি পোস্ট করে তারপর মুছে ফেলেছেন।’ আর একজন লিখেছেন, ‘ভাই সবাইকে চুপ করিয়ে দিয়েছেন, এখন সকলে কী করবে?’ আর একজন মন্তব্য করেছেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে ভাইজান ভিকির জায়গায় থাকতেন, কিন্তু ভাইজানের রাগ তাঁর প্রেম জীবন নষ্ট করে দিয়েছে।’
আরও পড়ুন: ‘আমার পরিবার কখনোই…’! হৃতিককে বিয়ে করছেন কবে? জবাব ১২ বছরের ছোট সাবার
আরও পড়ুন: ছবিতে মহুয়া রায়চৌধুরী হয়ে ধরা দেবেন পর্দার 'জগদ্ধাত্রী' অঙ্কিতা! 'আমি উত্তেজিত…', যা বললেন নায়িকা