বলিউড তারকাদের জ্যোতিষশাস্ত্রের প্রতি আস্থা কোনও গোপন বিষয় নয়। অনেক সেলিব্রিটি তাঁদের কেরিয়ারকে আরও ভালো করতে এবং কঠিন সময় কাটিয়ে উঠতে তাঁদের নামের বানান পরিবর্তন করেন। এই পরিবর্তনগুলি জ্যোতিষীদের পরামর্শের ভিত্তিতে করা হয় বলে মনে করা হয়। আর এই সব জ্যোতিষীদের পারিশ্রমিক যে অনেক তা তো বলাই বাহুল্য। সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ্যে এসেছে যেখানে একজন জনপ্রিয় জ্যোতিষী দাবি করেছেন যে, তিনি সেলিব্রিটিদের সম্পর্কে যা ভবিষ্যদ্বাণী করেছেন তা নাকি সত্যি হয়েছে।
আরও পড়ুন: মায়েরা বর্তমানে বাবা মেয়ের মান-অভিমানের গল্প, মুক্তি পেল ‘রান্না বাটি’ টিজার
দ্য হলিউড রিপোর্টারের একটি প্রতিবেদন অনুসারে, বিখ্যাত সেলিব্রিটি জ্যোতিষী সঞ্জয় বি. জুমানি ৫১২,৩০০ টাকা ফিতে এক একটি সেশন দেন। এই প্যাকেজে লাকি নম্বর, নামের বানান পরামর্শ, সই করার টিপস, বিশেষ তারিখ এবং কেরিয়ার এবং স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সবই থাকে। ২২৩,১০০-এর প্যাকেজে ১০ মিনিটেরও কম সময়ের একটি অডিয়ো বা ভিডিয়োর মাধ্যমে পরামর্শ দেওয়া হয়।
জুমানি জানান, তিনি অজয় দেবগনকে তাঁর নামের থেকে 'a' বাদ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেন, ‘অজয় দেবগন ইতিমধ্যেই একজন তারকা ছিলেন, কিন্তু বানান পরিবর্তনের পর তিনি ৫০০ কোটির ক্লাবে যোগ দেন।’ জুমানি আরও ভবিষ্যদ্বাণী করেছিলেন যে অক্ষয় কুমার তাঁর ৪৪ বছর বয়সে তাঁর ব্যর্থতার সময় কাটিয়ে উঠবেন এবং ৪৫ বছর বয়সে তাঁর প্রথম ১০০ কোটির হিট ছবি উপহার দেবেন। তার মতে, ঠিক তাই ঘটেছে।
আরও পড়ুন: ক্যাটরিনার সন্তান আসার খবরে শুভেচ্ছা জানালেন সলমন? নেটিদুনিয়ায় পোস্ট ঘিরে বড় শোরগোল
আরও একজন বিখ্যাত জ্যোতিষী সন্দীপ কোছর বলেন যে, তিনি দীপিকা পাড়ুকোনকে তাঁর কেরিয়ারের শুরুতেই বলেছিলেন যে, তিনি একদিন ঐশ্বর্য রাইয়ের মতো বড় তারকা হবেন। কোছর আরও ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, আমেরিকা থেকে ফিরে আসার পর মাধুরী দীক্ষিত বলিউডে ফিরে আসবেন। সন্দীপ কোছরের মতে, তাঁর দুটি ভবিষ্যদ্বাণীই সত্য হয়েছে।
সন্দীপ কোচার রত্নপাথরের শক্তি সম্পর্কেও কথা বলেন। এক্ষেত্রে তিনি অমিতাভ বচ্চনের উদাহরণ দেন। অমিতাভ ৮২ বছর বয়সেও উদ্যমী ভাবে কাজ করে চলেছেন। তিনি বলেন, ‘নীলকান্তমণি বিগ বি-র জন্য ভালো। কিন্তু এর অর্থ এই নয় যে সবাই এটা পরতে পারেন। এটা সবার ধারণ করা উচিত নয়। তবে এটা অভিনেতার স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে, এবং সম্ভবত সে কারণেই তিনি এত শক্তি ও উদ্যম নিয়ে কাজ করে চলেছেন এখনও।’ আরও অনেক সেলিব্রিটি তাঁদের নাম পরিবর্তন করে তাঁদের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করেছেন।