কলকাতায় মেট্রো পরিষেবা এখন গত বছরের তুলনায় অনেকটাই বেশি। তাই এবার মেট্রো করেই সারা কলকাতা, সল্টলেক ও হাওড়ার পুজো দেখতে পারেন। কোন স্টেশনের কাছে কোন পুজো দেখে নিন। রইল ব্লু ও গ্রিন লাইনের টোটাল মেট্রো গাইড।
ব্লু লাইন (দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম)
দমদম: দমদম মেট্রো স্টেশন থেকে নিকটবর্তী পুজো মণ্ডপগুলি হল দমদম পার্ক তরুণ দল, দমদম পার্ক তরুণ সংঘ, সিঁথি সর্বজনীন, দমদম পার্ক ভারতচক্র।
বেলগাছিয়া: টালা প্রত্যয়, টালা পার্ক, বেলগাছিয়া যুবকবৃন্দ, নেতাজি স্পোর্টিং ক্লাব, লেকটাউন অ্যাসোসিয়েশন, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।
শ্যামবাজার: বাগবাজার সর্বজনীন, হাতিবাগান সর্বজনীন, হাতিবাগান নবীন পল্লী, সিকদার বাগান, নলিন সরকার স্ট্রীট, শ্যামবাজার ফ্রেন্ডস ইউনিয়ন, কবিরাজ বাগান সর্বজনীনের মতো পুজো।
শোভাবাজার-সুতানুটি: কুমোরটুলি সর্বজনীন, হাতিবাগান নবীন পল্লী, হাতিবাগান সর্বজনীন, নলিন সরকার স্ট্রীট, গৌরিবাড়ী, করবাগান তেলেঙ্গাবাগান, কাশী বোস লেন।
গিরিশ পার্ক: চোরবাগান সর্বজনীন, জোড়াসাঁকো, সিমলা ব্যায়াম সমিতি, চালতা বাগান, পাথুরিয়া ঘাটা পাঁচের পল্লী।
মহাত্মা গান্ধী রোড: মহম্মদ আলি পার্ক, শিয়ালদা অ্যাথলেটিক্স, কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ার। এখানে উত্তর ও মধ্য কলকাতার পুজো শেষ।
আরও পড়ুন - লন্ডনের শারদ উৎসবে মহানায়কের জন্মশতবর্ষ পালন! থাকছে চন্দননগরের আলো
নেতাজি ভবন: ৭৫ পল্লী, ৭৬ পল্লী, ৬৮ পল্লী, ভবানীপুর দুর্গোৎসব, অগ্রদূত উদয়ন সংঘ, পদ্মপুকুর বারোয়ারী সমিতি। এখান থেকে দক্ষিণ কলকাতার পুজো শুরু।
যতীন দাস পার্ক: বকুলবাগান সর্বজনীন, সংঘশ্রী, ম্যাডক্স স্কোয়ার, ৯৯ পল্লী, কালীঘাট মিলন সংঘ, ২৩ পল্লী।
কালীঘাট: বাদামতলা আষাঢ় সংঘ, চেতলা অগ্রণী, দেশপ্রিয় পার্ক, সিংহী পার্ক, হিন্দুস্তান পার্ক, একডালিয়া এভারগ্রিন।
রবীন্দ্র সরোবর: সুরুচি সংঘ, মুদিয়ালি ক্লাব, শিব মন্দির।
মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ): হরিদেবপুর অজেয় সংহতি, হরিদেবপুর ৪১ পল্লী, বিবেকানন্দ পার্ক, বড়িশা ক্লাব, বড়িশা উদয়ন সংঘ।
মাস্টারদা সূর্যসেন: রায়নগর উন্নয়ন সমিতি মৈত্রী পার্ক সর্বজনীন পুজো।
গীতাঞ্জলি: নাকতলা উদয়ন সংঘ।
আরও পড়ুন - আজ মহালয়া, কাল প্রতিপদ! দেবীপক্ষের শুরুতে প্রিয়জনদের শুভেচ্ছা জানান এভাবে
গ্রিন লাইন (হাওড়া ময়দান - সেক্টর ফাইভ)
হাওড়া ময়দান: হাওড়া ব্রিজ সংলগ্ন পুজো।
শিয়ালদহ মেট্রো: সন্তোষ মিত্র স্কোয়ার, জানবাজার, সুবোধ মল্লিক স্কোয়ার, শিয়ালদা অ্যাথলেটিক ক্লাব।
সিটি সেন্টার: সল্টলেকে এফডি ব্লক দুর্গাপূজো।
করুণাময়ী: একে ব্লক, বিজে ব্লক।
পার্পল লাইন (জোকা-তারাতলা মেট্রো)
বেহালা চৌরাস্তা: ঠাকুরপুকুর এসবি পার্ক
তারাতলা: বেহালা নবীন সংঘসহ বেশ কিছু বিখ্যাত পুজো।