এই পৃথিবীতে বাবা মেয়ের সম্পর্কের থেকে গভীর অন্য কিছু হয় না। কিন্তু যখন মায়ের সঙ্গে মেয়ের গভীর সম্পর্ক থাকে আর সেই মা যখন পৃথিবী ছেড়ে চলে যায় তখন? মেয়েকে কাছে পেতে বাবাকে ঠিক কতটা লড়াই করতে হয়, সেই গল্প নিয়েই তৈরি রান্নাবাটি।
টিজার প্রসঙ্গে
সিনেমার টিজারে দেখা যাচ্ছে, ঋত্বিক স্ত্রী এবং সন্তানকে নিয়ে সুখে সংসার করছিলেন। মেয়েকে পর্যাপ্ত সময় না দেওয়ার ফলে মায়ের সঙ্গে একটা আলাদা তৈরি করে ফেলেছিল মেয়ে। স্ত্রীর মৃত্যুর পর মেয়ের সঙ্গে দূরত্ব ঘোচানোর জন্য বারবার চেষ্টা করেও সফল হয় না ঋত্বিক।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
এরপরেই এমন একজনের সঙ্গে দেখা হয় যে ঋত্বিককে রান্নাঘরের রাস্তা দেখিয়ে দেয়। যেহেতু মা-মেয়ের সম্পর্ক গড়ে উঠেছিল রান্না ঘরে, তাই মেয়ের সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য সেই রান্নাকেই সঙ্গী করল ঋত্বিক। ধীরে ধীরে ঋত্বিক কি পারবে মেয়ের মন জয় করতে?
এই ছবিতে ঋত্বিকের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সোলাঙ্কি রায়। ‘হ্যাপি পিল’ সিনেমার পর আবার এই ছবিতে একসঙ্গে দেখা যাবে ঋত্বিক এবং সোহিনী সরকারকে। বিশেষ চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ চক্রবর্তী।
ঋত্বিকের মেয়ের ছোটবেলার চরিত্রের অভিনয় করতে দেখা যাবে অনুমেঘাকে। অভিনয় করবেন বরুণচন্দ্র, প্রদীপ কুমার নন্দী, রনজয় ভট্টাচার্য, তীর্থঙ্কর মজুমদার, অভিষেক বসু সহ আরও অনেকে।
ছবিটি মুক্তি পাবে আগামী ৭ নভেম্বর। আপাতত দর্শকরা ঋত্বিকের আবারও একটি অনবদ্য অভিনয় দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন। টিজার দেখে অনেকে মনে করেছেন এই সিনেমা হয়ত মাছের ঝোল' ছবির সিক্যুয়েল।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
একজন লেখেন, ‘মাছের ঝোল’ টাইপ গন্ধ পাচ্ছি, অপেক্ষায় থাকলাম দাদা। কেউ আবার লেখেন, অবশ্য ই দেখবো। সব মিলিয়ে এই ছবি দেখার জন্য যে দর্শকদের মধ্যে বেশ একটা উন্মাদনা কাজ করছে, সেটা বলাই বাহুল্য।