ভিনরাজ্য থেকে ফিরেই রহস্যজনকভাবে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েই খুন করা হয়েছে তাঁকে। বুধবার সকালে ফরাক্কা ব্যারাজের অ্যাফ্ল্যাক্স বাঁধের ধারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় ৩৫ বছরের ওই পরিযায়ী শ্রমিক বাবর শেখের দেহ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার কালিয়াচক এলাকায়।
আরও পড়ুন: তাহেরপুর কাণ্ডে লক আপে বসেই ছাত্রীর বাবাকে খুনের হুমকি অভিযুক্তের, আতঙ্কে পরিবার
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবর শেখ কালিয়াচক থানার ছোট মহদিপুর অঞ্চলের বাসিন্দা। বহুদিন ধরে ভিনরাজ্যে শ্রমিকের কাজ করছিলেন তিনি। কয়েকদিন আগেই কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে ফিরেছিলেন। মঙ্গলবার রাতে হঠাৎই দুই যুবক এসে বাবরকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের। এরপর থেকে আর বাড়ি ফেরেননি তিনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান মেলেনি। অবশেষে বুধবার সকালে বাঁধের ধারে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর যায় থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিক অনুমান, অন্য কোথাও খুন করার পর দেহটি ফেলে দেওয়া হয়েছে ওই বাঁধের ধারে।
কেন এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটল, তার উত্তর এখনও অজানা। ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ। ইতিমধ্যেই সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়েছে। তাঁদের জেরা করেই গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য সামনে আসবে বলে মনে করছে তদন্তকারীরা। হঠাৎ করে ভিনরাজ্য থেকে ফেরা এক যুবকের এমন মৃত্যুতে স্তব্ধ গ্রাম। পরিবার দাবি করছে, বাবরকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। তবে কারা বা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটাল, সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর সেই বিষয়ে আরও স্পষ্ট হওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।