সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মোহিত সুরির পরিচালনায় নির্মিত ছবি ‘সাইয়ারা’ বক্স অফিসে দারুণ সাফল্য পায়। এই ছবির হাত ধরেই আহান পান্ডে বিনোদন জগতে পা রাখেন। এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন অনীত পন্ডা। এটি ছিল যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানী এবং মোহিতের প্রথম যৌথ প্রযোজনা। দর্শকরা আহান ও অনীতের রসায়ন দারুণ পছন্দ করেছেন। ছবিটি এখন নেটফ্লিক্সেও বেশ ভালো চলছে। এদিকে, সম্প্রতি খবর হল যে মোহিত সুরি আবারও যশ রাজ ফিল্মসের ব্যানারে একটি নতুন প্রেমের গল্প নিয়ে কাজ করতে চলেছেন।
আরও পড়ুন: কলকাতার জলমগ্ন পরিস্থিতিতে ছবি পোস্ট করে ট্রোল দেব! ‘বড়লোকদের কোন ব্যাপার না’, কটাক্ষ নেটিজেনদের
আরও পড়ুন: বলিউড সেলেবদের জ্যোতিষীদের ফি কত জানেন? অজয় থেকে দীপিকা, মাধুরীদের ভবিষ্যদ্বাণীও করেছেন
'সাইয়ারা'র মতো একটি প্রেমের গল্প আবার তৈরি হবে?
পিঙ্কভিলার মতে, ছবিটির সাফল্যের পর মোহিত বেশ কয়েকটি বড় অফার পেয়েছিলেন, কিন্তু তিনি যশ রাজ ফিল্মসের সঙ্গে তাঁর সৃজনশীল অংশীদারিত্ব অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। সূত্র জানায়, নতুন ছবিটিও একটি দুর্দান্ত রোমান্টিক সঙ্গীতধর্মী হবে, যা অক্ষয় বিধানী প্রযোজিত এবং আদিত্য চোপড়া উপস্থাপনা করবেন।
আরও পড়ুন: পুজোর আগেই চমক! 'ভরে উঠুক প্রেম…', সম্পর্কের গুঞ্জনের মাঝেই দেবলীনার সঙ্গে ছবি দিয়ে লিখলেন সৌম্য
আরও পড়ুন: গর্ভে প্রথম সন্তান, প্যারিসে দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করলেন পরিণীতি-রাঘব
সূত্রটি আরও জানিয়েছে যে, ছবিটির কেন্দ্রীয় কাহিনী চূড়ান্ত করা হয়েছে এবং মোহিত এবং তার টিম এখন চিত্রনাট্য তৈরির কাজে ব্যস্ত। মোহিত সুরি এবং ওয়াইআরএফ আবারও বড় পর্দায় জাদু তৈরি করতে চলেছে। সাইয়ারার মতো এই ছবিটিও একটি মিজিক্যাল গল্প হবে যা রোমান্টিক ধারাকে নতুন মাত্রা দেবে।'
আরও পড়ুন: ছবিতে মহুয়া রায়চৌধুরী হয়ে ধরা দেবেন পর্দার 'জগদ্ধাত্রী' অঙ্কিতা! 'আমি উত্তেজিত…', যা বললেন নায়িকা
মোহিত সুরি পরিচালিত এই ছবিটি ২০২৬ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। আগামী বছরের শুরুতে কাস্টিং প্রক্রিয়া শুরু হবে বলে শোনা যাচ্ছে। সূত্রটি আরও জানিয়েছে, ‘আদিত্য চোপড়া, মোহিত সুরি এবং অক্ষয় বিধানী এই ছবি নিয়ে একমত হয়েছেন এবং চিত্রনাট্য তৈরির কাজ এখন চলছে। মোহিত সুরির এই ছবিটিও মানুষকে কাঁদাবে।’