গত ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের পরে তা ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করেছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। এরই সঙ্গে পহেলগাঁও জঙ্গি হামলায় মৃতদের পরিবারের পাশে থাকারও বার্তা দিয়েছিলেন সূর্য। তাঁর সেই মন্তব্য তেলে বেগুনে জ্বলে উঠেছিল পাকিস্তান। এদিকে সেই ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাতও মেলায়নি ভারতীয় দল। যার জেরে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে দায়ী করেছিল পাকিস্তান। তবে সেই ইস্যুতে বারবার ধাক্কা খেতে হয়েছিল পাকিস্তানকে। আর এবার সূর্যর বিরুদ্ধে আইসিসি-তে অভিযোগ দায়ের করেছে পাকিস্তান। সেই অভিযোগ গ্রহণও করেছে আইসিসি। রাজনৈতিক মন্তব্য করার জন্যেই সূর্যর বিরুদ্ধে এই অভিযোগ। এই বিষয়টি এবার খতিয়ে দেখবে আইসিসি। এদিকে অভিযোগ গ্রহণ হওয়ায় তা প্রাথমিক জয় পাকিস্তানের। এখন দেখার সূর্যর বিরুদ্ধে আইসিসি কোনও পদক্ষেপ করে কি না।
সেদিন ম্যাচ শেষে সূর্যকুমার যাদব বলেছিলেন, 'আমরা পহেলগাঁও জঙ্গি হামলায় স্বজনহারা পরিবারগুলির পাশে আছি। আর এই জয় ভারতের সামরিক বাহিনীকে উৎসর্গ করছি।' সূর্যকুমার যাদব আরও বলেন, 'এই জয় দেশের সাহসী সেনাদের উৎসর্গ করছি। তারা সবসময় আমাদের অনুপ্রেরণা জুগিয়েছেন। তাই মাঠে সুযোগ পেলেই তাঁদের মুখে হাসি ফোটাতে চাই।' আর সূর্যর এই মন্তব্যেই ঝাল লাগে পাকিস্তানের।
এর আগে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে অনায়াসে জয় পেয়েছিল ভারত। এরপর থেকেই সূর্যকুমার যাদবদের হাত না মেলানো নিয়ে কান্নাকাটি শুরু করে পাকিস্তান। তবে তাৎক্ষণিক ভাবে ভারতীয় দল বা বিসিবিআইয়ের বিরুদ্ধে সরাসরি কোনও পদক্ষেপ না করতে পেরে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের পিছনে পড়ে পিসিবি। এমনকী ম্যাচ রেফারে হিসেবে অ্যান্ডি পাইক্রফ্টকে সরানোর দাবিতে অনড় থেকে সংযুক্র আরব আমিরাতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিল পিসিবি। এরই মাঝে আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, পাইক্রফ্টকে সরানো হবে না। এদিকে ম্যাচ না খেললে পিসিবিকে গুনতে হত মোটা অঙ্কের লোকসান। সঙ্গে এশিয়া কাপ থেকেও ছিটকে যেত তারা। এই আবহে অবশেষে আত্মসমর্পণ করে মাঠে নামে পাকিস্তান। ম্যাচ জিতলেও মাঠের বাইরে তাদের হার হয়। তবে সেই হারকেই 'জয়' হিসেবে দেখানোর জন্য পিসিবি দাবি করে, অ্যান্ডি পাইক্রফ্ট নাকি ক্ষমা চেয়েছিলেন পাকিস্তান অধিনায়ক সলমন আঘার কাছে। তবে ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, পাইক্রফ্ট কোনও ক্ষমা চাননি। তিনি শুধু জানান, ভুল বোঝাবুঝির কারণে এই পরিস্থিতি তৈরি হয়। তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন আঘার কাছে। আর সেটাই 'ক্ষমাপ্রার্থনা' বলে প্রচার করছে পিসিবি।
পাইক্রফ্টের সঙ্গে পাকিস্তানি দলের কোচ, ম্যানেজার, অধিনায়ক বৈঠক করেছিলেন ইউএই ম্যাচের আগে। সেই বৈঠকের ভিডিয়ো রেকর্ড করে আওয়াজ ছাড়া তা পোস্ট করেছিল পাকিস্তান। সেই সময় আইসিসির তরফ থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় পিসিবিকে। কারণ পাকিস্তান নিয়ম ভঙ্গ ক প্লোর্স অ্যান্ড ম্যাচ অফিশিয়ালস এলাকায় ভিডিয়ো করে। সেই বিতর্ক চলছেই। এরই মাঝএ এবার সূর্যর বিরুদ্ধে অভিযোগ করল পাকিস্তান।