এশিয়া কাপের সুপার ফোর পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতে ফাইনালের টিকিট পাকা করে ফেলেছে ভারত। ম্যাচটি ৪১ রানে জিতলেও ভারত সেভাবে ভালো খেলেনি। এদিকে ভারতের থেকেও খারাপ খেলেই ম্যাচটা হেরেছে বাংলাদেশ। মাত্র ১৬৯ রান তাড়া করতে নেমে বাংলাদেশের একজন মাত্র ব্যাটার দাঁড়াতে পেরেছিলেন। এদিকে ভারতের কাছে হারের পর সেমিফাইনালে যেতে এবার পাকিস্তানকে হারাতেই হবে বাংলাদেশকে। এই চাপের মুখে গতকাল ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে দলের ব্যাটিং নিয়ে আজব মন্তব্য করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি। তিনি বলেন, 'আমরা শুধু ছক্কা মারলেই তো হবে না। আমরা শুধু ছয় মারার চিন্তা তো করি না, আমরা রান করার চিন্তা করি।'
গতকালকের ম্যাচে ভারত চারটি ক্যাচ মিস করে। এবং সেই চারটি ক্যাচই ছিল সইফ হাসানের। ভারতের করা ১৬৮ রান তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস ১৯.৩ ওভারেই শেষ হয়ে যায়। তারা সংগ্রহ করতে পারেন মাত্র ১২৭ রান। তাদের হয়ে হয়ে সর্বোচ্চ ৫১ বলে ৬৯ রান করেন সইফ হাসান। তাঁর পর দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান করেছেন পারভেজ হোসেন ইমন। বাকিরা এক অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। তিনটি উইকেট নেন কুলদীপ যাদব। দুটি করে উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী।
এর আগে ভারতের ইনিংসটা রোলারকোস্টারের মত এগিয়েছিল। প্রথম তিন ওভারে ভারত মাত্র ১৭ রান করেছিল। এরপর পাওয়ারপ্লেতে পরের তিন ওভারে ভারত ৫৫ রান তুলে ৭২ রানে পৌঁছে গিয়েছিল। ৬.২ ওভারে ৭৭ রানে এক উইকেট। শুভমন আউট হন তখন। এরপর থেকে ধারাবাহিক ভাবে উইকেট হারাতে থাকে ভারত। অভিষেক শর্মা আউট হওয়ার পরে ভারতের ইনিংস আরও মন্থর হয়ে যায়। শেষ পর্যন্ত ২৯ বলে ৩৮ রান করে হার্দিক দলের স্কোরকে ভদ্রস্থ জায়গায় নিয়ে যায়। এদিকে গতকালকের ম্যাচের সেরা অভিষেক করেন ৩৭ বলে ৭৫ রান। চারটি চার এবং পাঁচটি ছক্কা মারেন তিনি।