নবরাত্রির প্রথম দিনই (২২ সেপ্টেম্বর) পণ্য ও পরিষেবা কর বা জিএসটি পরিকাঠামো বদল আনা হয়। আর এর দু'দিন যেতে না যেতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইঙ্গিত দিলেন, ভবিষ্যতে কর আরও কমানো হতে পারে দেশে। বার্তাসংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, আজ প্রধানমন্ত্রী মোদী বলেন, 'অর্থনীতি শক্তিশালী হলে কর আরও কমানো হবে।' এদিকে আগের সঙ্গে বর্তমানের করের হারের তুলনা করেন তিনি। মোদী বলেন, ২০১৪ সালে এক লক্ষ টাকার কেনাকাটারর উপর কর প্রায় ২৫ হাজার টাকা কর লেগে যেত, যা এখন মাত্র ৫ থেকে ৬ হাজার টাকায় নেমে এসেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ইউপি ইন্টারন্যাশনাল ট্রেড শো (ইউপিআই) উদ্বোধন করেন এবং জিএসটি হ্রাস এবং এর ফলে সাশ্রয় সম্পর্কে বিস্তারিত কথা বলেন। মোদীর কথায়, 'আজ দেশ জিএসটি সঞ্চয় উৎসব উদযাপন করছে। আমি আপনাদের বলতে চাই যে আমরা এখানেই থেমে থাকব না। ২০১৭ সালে আমরা জিএসটি এনেছি এবং অর্থনৈতিক শক্তি বৃদ্ধির জন্য কাজ করেছি। ২০২৫ সালে এই জিএসটি কাঠামোয় বদল আনা হয়েছে। দেশ যখনই অর্থনৈতিক ভাবে আরও বেশি শক্তিশালী হবে, তখন করের বোঝা আরও হ্রাস পাবে। দেশবাসীর আশীর্বাদে জিএসটি সংস্কারের প্রক্রিয়া নিরন্তর জারি থাকবে।'
প্রধানমন্ত্রী মোদী বলেন, ২০১৪ সালের আগে এত কর ছিল। একদিক থেকে এটা ছিল ট্যাক্সের জগাখিচুড়ি। এর ফলে ব্যবসার খরচ এবং পরিবারের বাজেটে ভারসাম্য বজায় রাখা যেত না। হাজার টাকা মূল্যের একটি শার্টের উপর ১১৭ টাকা কর আরোপ করা হত। ২০১৭ সালে যখন আমরা জিএসটি আনি, প্রথম আমরা শার্টে জিএসটি ১৭০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছিল এবং এখন ২২ সেপ্টেম্বরের পরে সেই কই শার্টে মাত্র ৩৫ টাকা কর দিতে হবে। ২০১৪ সালে যদি কেউ টুথপেস্ট, তেল, শ্যাম্পু ইত্যাদির জন্য ১০০ টাকা ব্যয় করত, তবে তাকে ৩১ টাকা কর শোধ করতে হত। ২০১৭ সালে সেই ট্যাক্স কমিয়ে ১৮ টাকা করা হয়েছিল। এখন সেই একই আইটেমগুলির ওপর কর কমিয়ে ৫ টাকা করা হয়েছে।'
প্রধানমন্ত্রী বলেন, '২০১৪-র আগে যদি একটি পরিবার বছরে এক লক্ষ টাকার পণ্য কিনত, তখন তাদের প্রায় ২৫ হাজার টাকা কর দিতে হত। কিন্তু এখন পরবর্তী প্রজন্মের জিএসটি কার্যকর হওয়ায় সেই করের পরিমাণ মাত্র ৫ থেকে ৬ হাজারে নেমে এসেছে। ২০১৪-র আগে একটি ট্রাক্টর কেনার জন্য ৭০ হাজার টাকার বেশি কর দিতে হত। এখন একই ট্রাক্টরে মাত্র ৩০ হাজার টাকা কর দিতে হয়। কৃষক একটি ট্রাক্টরে ৪০ হাজার টাকা সাশ্রয় করছেন। তিন চাকার গাড়ির উপর আগে যেখানে ৫৫ হাজার টাকা কর আরোপ করা হয়েছিল, এখন এর উপর জিএসটি প্রায় ৩৫ হাজার টাকায় নেমে এসেছে। সরাসরি ২০ হাজারের সঞ্চয়। জিএসটি হ্রাসের কারণে, স্কুটারগুলি ২০১৪ সালের তুলনায় ৮ হাজার সস্তা এবং মোটরসাইকেল ৯ হাজার টাকা সস্তা হয়েছে।
কর ছাড়ের কথা বিস্তারিত উল্লেখ করে কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'কিছু রাজনৈতিক দল দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কংগ্রেস এবং তার মিত্ররা ২০১৪ সালের আগের সরকারের ব্যর্থতা ধামাচাপা দেওয়ার জন্য জনগণের কাছে মিথ্যা বলছে। সত্যি কথা হল কংগ্রেস সরকারের আমলে কর লুঠ হয়েছে, লুঠ করা টাকা থেকেও লুটপাট করা হয়েছে। করের বোঝায় সাধারণ নাগরিক চাপা পড়েছিলেন। আমাদের সরকার কর ও মুদ্রাস্ফীতি কমিয়েছে। দেশের মানুষের আয় ও সঞ্চয় বেড়েছে। কংগ্রেস সরকারে ২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় দেওয়া হয়েছিল, আজ ১২ লক্ষ টাকার আয় করমুক্ত। আয়কর এবং জিএসটি ছাড়ের ফলে মানুষের আড়াই লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে।'