ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করল ভারত। দল থেকে বাদ পড়লেন ইংল্যান্ডে প্রত্যাবর্তন করা করুণ নায়ার। এদিকে বছরের পর বছর দলে সাথে ঘুরতে থাকা অভিমন্যু ঈশ্বরণ বাদ পড়লেন দল থেকে। এদিকে ইংল্যান্ডে চোট পাওয়া ঋষভ পন্তের জায়গায় দলের নয়া ভাইস ক্যাপ্টেন হয়েছেন রবীন্দ্র জাদেজা। এদিকে শরফরাজ আহমেদকেও দলে রাখা হয়নি। দলে নেই ইংল্যান্ড সফরে থাকা হর্ষিত রানা।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য যে ১৫ জনের দল ঘোষণা করা হয়েছে: শুভমন গিল (অধিনায়ক), সাই সুদর্শন, যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাড়িক্কাল, কেএল রাহুল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, নীতীশ কুমার রেড্ডি, নারায়ণ জগদীশান(উইকেটকিপার), প্রসিদ্ধ কৃষ্ণ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল।
এদিকে লখনউয়ে অস্ট্রেলিয়া 'এ'-র বিরুদ্ধে না খেলে বাড়ি ফিরে যান শ্রেয়স আইয়ার। ভারতীয় 'এ' দলের অধিনায়ক ছিলেন তিনি। তবে তিনি বিসিসিআইকে চিঠি লিখে জানান, তিনি পিঠের ব্যথার জন্য আপাতত লাল বলের ক্রিকেট খেলতে চান না। নয়ত মনে করা হচ্ছিল, ওয়েস্ট ইন্ডিজের সিরিজে ফিরতে পারেন শ্রেয়স আইয়ার। এর আগে 'এ' দলের সিরিজে প্রথম অনানুষ্ঠানিক টেস্টে আইয়ারের ব্যাটে ১৩ বলে মাত্র ৮ রান করেছিলেন। অস্ট্রেলিয়ান অফ-স্পিনার কোরি রোচিচিওলির কাছে এলবিডব্লিউ হয়েছিলেন তিনি। এর আগে এই মাসের শুরুতে বেঙ্গালুরুতে সেন্ট্রাল জোনের বিরুদ্ধে দিলীপ ট্রফির সেমিফাইনালে ওয়েস্ট জোনের হয়ে ২৫ এবং ১২ রান স্কোর করেছিলেন দুই ইনিংসে। এই সাম্প্রতিক পারফরম্যান্স সত্ত্বেও, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের আসন্ন দুটি টেস্টের হোম সিরিজে মিডল অর্ডারের ভূমিকার জন্য আইয়ারের কথা ভাবা হচ্ছিল। এদিকে লাল বলের দলে না থাকলেও অস্ট্রেলিয়া 'এ'র বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচের সিরিজে দলের অধিনায়ক হিসেবে এখনও শ্রেয়স আইয়ারের নামই স্থির রয়েছে। এই আবহে অস্ট্রেলিয়ায় ওডিআই সিরিজের মাধ্যমে ভারতীয় দলের হয়ে ফের মাঠে নামতে দেখা যেতে পারে শ্রেয়সকে।