মুর্শিদাবাদে ভয়ঙ্কর দুর্ঘটনা। বৃহস্পতিবার ভোরে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে প্রথমে একটি লরিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে দাউদাউ করে লরিগুলো জ্বলতে থাকে। ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। ১২ নম্বর জাতীয় সড়কের শেখদিঘি অংশে এদিন এই দুর্ঘটনা ঘটে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুন: পুলিশের গাড়িতে সজোরে ধাক্কা, ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ গেল কর্তব্যরত কনস্টেবলের
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে এক লরি চা বোঝাই করে বহরমপুরের দিকে যাচ্ছিল। অপর লরি বালি বহন করে স্থানীয় পেট্রোল পাম্পে জ্বালানি ভরতে যাচ্ছিল। এসময় দুই লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয়দের দাবি, দুটি লরির গতি স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। সজরে ধাক্কার ফলে লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। যার ফলে লরির কেবিনে আটকে পড়েন চালক ও খালাসি। সেই সময় লরিতে আগুন ধরে যায়। তাঁদের উদ্ধারে স্থানীয়রা দৌড়ে যান।
তাঁরা দগ্ধ অবস্থায় চালক ও খালাসিকে উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা দু’জনকে মৃত ঘোষণা করেন। পুলিশ এখনও নিহতদের পরিচয় প্রকাশ করেনি। দমকল বিভাগের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের মতে, আগুনের মাত্রা এতটা ভয়াবহ ছিল যে দুটি লরি সম্পূর্ণ দগ্ধ হয়ে যায়। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার প্রাথমিক কারণ ছিল লরির মুখোমুখি সংঘর্ষ, যা সঙ্গে সঙ্গে আগুন ধরে যাওয়ার প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই দুর্ঘটনা এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে। পুলিশ জানিয়েছে লরির চালক এবং খালাসির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তাঁদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।