গত ১ অগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ চতুর্বেদী এবং তৃপ্তি দিমরি অভিনীত ছবি ‘ধড়ক ২’। সিনেমা হলে মুক্তির মাত্র দুই মাসের মধ্যেই এবার ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে এই অসাধারণ রোমান্টিক ড্রামাটি।
সম্প্রতি নেটফ্লিকসের তরফ থেকে একটি পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সের পর্দায় আপনি দেখতে পাবেন এই ছবি। পোস্টার পোস্ট করে ক্যাপশনে লেখে, ‘দো দুনিয়া, দো দিল ঔর বাস এক ধড়ক।’
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
এই পোস্ট দেখে এক নেটিজেন লেখেন, ‘বাহ অসাধারণ খবর।’ অন্য একজন লেখেন, ‘আমি বড় পর্দায় দেখতে পাইনি। এবার সুযোগ মিস করবো না। অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম এই খবরটার জন্য।’ তৃতীয়জন লিখেছেন, ‘দুজনের অভিনয় দেখার জন্য ভীষণ উৎসাহিত।’
২০১৮ সালের শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টর এবং শ্রীদেবী কন্যা জাহ্নবি কাপুরকে নিয়ে তৈরি হয়েছিল ‘ধড়ক’, যেখানে প্রেমের এক নির্মম পরিণতি দেখে চোখের জল ভাসিয়েছিল দর্শক। এবার আবার জাতপাতের যাঁতাকলে নিরীহ প্রেমকে বলি হতে দেখেছেন দর্শকরা।
ছবি প্রসঙ্গে
সমাজ যতই এগিয়ে যাক না কেন, এখনও কিছু জিনিস এমনও আছে যা থেকে বেরোতে পারেননি মানুষ। এর মধ্যে অন্যতম হলো জাতপাতের ভেদাভেদ। শুধু বন্ধুত্ব নয়, প্রেমের ক্ষেত্রেও অন্য জাতের ছেলে অথবা মেয়েকে সহজে গ্রহণ করতে পারে না পরিবার, ফলে হয় প্রেমের নির্মম করুণ পরিণতি। তেমনই একটি নিদারুণ কষ্টের কাহিনী নিয়ে তৈরি ‘ধড়ক ২’।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
প্রসঙ্গত, ছবিতে দুই তরুন তরুনীর প্রেমের গল্প দেখানো হয়েছে, যার প্রধান বাধা হয়ে দাঁড়ায় জাতপাতের ভেদাভেদ। এই ছবিতে সিদ্ধার্থ এবং তৃপ্তি দুজনের অভিনয় সমালোচকদের কাছ থেকে প্রশংসিত হয়েছে। ছবিটি মুক্তি পাওয়ার পর সারা বিশ্বব্যাপী ২২.৪৫ কোটি টাকার উপার্জন করেছিল এবং শুধুমাত্র ভারত থেকে উপার্জন করেছিল ২৬.৯ কোটি টাকা।