করণ জোহরের জনপ্রিয় ছবি ‘দোস্তানা’র সিকুয়েল নিয়ে লম্বা সময় পর এল বড়সড় আপটেড। করোনার আগে এই ছবির শ্যুটিং শুরু হলেও আর কাজ এগোয়নি। বছর চারেক আগেই এই ছবি থেকে বাদ পড়েন কার্তিক আরিয়ান। প্রযোজনা সংস্থা ধর্মার সঙ্গে চরম ঝামেলা হয় নায়কের।
এতদিন পর জানা গেল, দোস্তানা ২-তে লক্ষ্য লালওয়ানির সঙ্গী কে হবেন! সেই নাম আপনাকে চমকে দিতে পারে। এই ছবিতে কার্তিক আরিয়ানের জায়গা নিচ্ছেন জাতীয় পুরস্কার বিজয়ী বিক্রান্ত ম্যাসি। বিক্রান্ত নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। মজার ব্যাপার হলো, এটিই হবে তাঁর প্রথম ধর্মা প্রযোজনার ছবি। ছবিতে বিক্রান্তের পাশাপাশি লক্ষ্যকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তবে ছবির প্রধান অভিনেত্রী কে হবেন, তা এখনও প্রকাশ করা হয়নি। বিক্রান্ত বলেছেন যে করণ জোহর নিজেই এই রহস্য উন্মোচন করবেন। সূত্রের খবর, 'দোস্তানা ২' এর শুটিং হবে ইউরোপে এবং বিক্রান্তকে সম্পূর্ণ নতুন স্টাইলে দেখা যাবে। টুলেয়ভথ ফেল খ্যাত অভিনেতাকে এবার ডিজাইনার পোশাক ও স্টাইলিশ চশমা পরে দেখা যাবে, যা বিক্রান্তের অভিনয় কেরিয়ারে বড় চমক। আরও বলা হচ্ছে যে করণ জোহর শীঘ্রই ছবির বাকি অভিনেতা এবং মুক্তির তারিখ ঘোষণা করবেন। করণ জোহর প্রোডাকশনের চলচ্চিত্র ‘দোস্তানা’ ২০০৮ সালে মুক্তি পেয়েছিল। এই সুপারহিট ছবিতে অভিষেক বচ্চন, জন আব্রাহাম এবং প্রিয়াঙ্কা চোপড়া বাজিমাত করেছিলেন। এই ছবিটি কেবল বক্স অফিসে সাফল্যই অর্জন করেনি, এর গান এবং ফ্যাশন ট্রেন্ডগুলিও পপ সংস্কৃতির একটি অংশ হয়ে ওঠে। ছবির দেশি গার্ল গান আজও যে কোনও পার্টিতে হিট। প্রায় দু দশক পর এই ছবির সিকুয়েল নিয়ে দর্শক মনে উত্তেজনা তুঙ্গে।
প্রসঙ্গত, জানিয়ে রাখি দোস্তানা ২ নিয়ে করণ জোহরের সঙ্গে ঝামেলা হলেও এখন কার্তিক আর করণের গলায় গলায় ভাব। ধর্মা প্রোডাকশনের সঙ্গে দুটি ছবির চুক্তিও করেছেন অভিনেতা। সব মনোমালিন্য ভুলে দুজনের দোস্তি ফের মজবুত হয়েছে।