এই বছরের পুজোতেই বড় পর্দায় মুক্তি পেয়েছে দেবের ছবি ‘রঘু ডাকাত’। বাগদেবীর আরাধনার দিনই হয় ছবির শুভ মহরৎ। তারপর দেবের চোখ ধাঁধানো প্রচারে ফের মুগ্ধ হন বাংলার দর্শকমহল। শুধু কী তাই। 'রঘু ডাকাত'-এর ট্রেলার লঞ্চ ইভেন্টও ছিল দারুণ ঝাঁ চকচকে। ট্রেলার লঞ্চ ইভেন্টে ইন্ড্রাস্টিতে দেবের ২০ বছরের পথ চলারও উদযাপন করা হয়। আর এবার ‘রঘু ডাকাত’ মুক্তির পর দর্শকদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ জানালেন দেব।
আরও পড়ুন: জামাই আর শাশুড়ির সম্পর্কের সমীকরণটা ঠিক কেমন? পিয়ার মা লতার সঙ্গে ছবি দিয়ে জানালেন পরম
বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে 'রঘু ডাকাত' মুক্তি পেয়েছে। এই ছবি মুক্তি পাওয়ার পরই হলে হলে দর্শকদের উন্মাদনা নজরকাড়ে। আর তার মাঝেই সকলের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়ে দেব একটি পোস্ট করেন। তিনি বৃহস্পতিবার একটি পোস্ট করে তাঁর অনুরাগীদের অনুরোধ করেছেন রঘু ডাকাতের কোনও মুহূর্ত যেন প্রকাশ না করা হয়। এই বার্তা জানিয়ে দেব লেখেন, ‘দয়া করে ছবিটির কোনও ফুটেজ আপলোড করবেন না। অন্যদেরও বড় পর্দায় ছবিটির জাদু উপভোগ করতে দিন। ব্যক্তিগত অনুরোধ।’
আরও পড়ুন: ৭ অক্টোবর থেকে স্টার জলসায় শুরু হচ্ছে ‘ও মোর দরদিয়া’! কোন মেগার কপাল পুড়ল?
তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই নেটিজেনরা নানা কমেন্টে ভরিয়ে দেন। একজন লেখেন, ‘দাদা তুমি বলছ তোমার ছবির কোনও ফুটেজ স্যোশাল মিডিয়াতে আপলোড করা যাবে না। কিন্তু তোমার ফ্যানেরা তো ছবিটা দেখতে গিয়ে তার কিছু কিছু ফুটেজ আপলোড করবে। খাদানের সময়ও তুমি একই কথা বলেছিলে কিন্তু তোমার ফ্যানেরা ছবিটা দেখে ফুটেজ আপলোড করেছিল।’
আরও পড়ুন: ‘আমার নিজের সন্তান হবে…’, ৫৯-এর সলমনের বাবা হওয়ার ইচ্ছে,ভাঙা সম্পর্কের দায় নিলেন
আর একজন লেখেন, ‘আমি তোমাকে পছন্দ করি দেব, আমি সাধারণত সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করি না। কিন্তু মজার তথ্য ....... যারা তোমাকে পছন্দ করে না বা তোমাকে বিরক্ত করার চেষ্টা করে বা তোমাকে বদনাম করার চেষ্টা করে..… আসলে তাঁরা সবাই তোমাকে ফলো করে।’ তবে এই পোস্টেই আবার অনেকে এই ছবি দেখবেন না এমনটা জানিয়েও নানা নেতিবাচক মন্তব্য করেছেন। আবার অনেকে জুবিনের প্রসঙ্গ টেনেও নানা মন্তব্য করেন।
আরও পড়ুন: জুবিন গর্গের রহস্যমৃত্যু ঘিরে CBI তদন্তের দাবি, ভক্তদের কী বার্তা মুখ্যমন্ত্রীর?