ষাট ছুঁইছুঁই সলমন খান এখনও অকৃতদার। সলমন খানের বিয়ের আশা এখন ফ্যানেরা ছেড়েই দিয়েছেন। কাজল এবং টুইঙ্কল খান্নার টক শো ‘টু মাচ’-এর মঞ্চে হাজির হয়ে নিজের ব্য়ক্তিগত জীবন নিয়ে খোলামেলা ভাইজান। অ্যামাজন প্রাইম ভিডিয়োর এই অনুষ্ঠানে প্রথম অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমির খান ও সলমন খান।
বন্ধু তথা সহ-অভিনেতা সলমন খানকে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা প্রশ্ন করেন কাজল ও টুইঙ্কল। ফুট কাটতে উস্তাদ অক্ষয় ঘরণী। বাচ্চাদের প্রতি ভাইজানের ভালোবাসার কথা কারুর অজানা নয়। ভাই, বোনের ছেলেমেয়েদের সর্বদা আগলে রাখলেন সলমন। কিন্তু নিজের সন্তানের ইচ্ছে হয়নি নায়কের? নাকি আইনি বেড়াজালে আটকে বাবা হয়ে ওঠা হল না অভিনেতার? কারণ দেশে সারোগেসির নিয়মে এখন বড় রদবদল হয়েছে।
সলমন অকপটে বলেন, ‘আমারও একদিন সন্তান হবে। দেখা যাক, আশা রাখি’। তবে বিয়েতে অনীহার কথা ফের জানান অভিনেতা। তাতে টুইঙ্কেল জানতে চান, সলমনের সন্তানদের কে সামলাবে? অভিনেতা বলেন তাঁর পরিবার অনেক বড়। ভাগ্নি আলিজেহ রয়েছে, এখন তো আয়াতও বড় হয়ে গেছে। সবাই মিলে সামলে নেবে।
দুজনের বন্ধুত্বের শুরুর দিনের কথা বলেন সলমন। আন্দাজ আপনা আপনা ছবিতে সলমন-আমিরের জুটি দর্শক মন জিতেছিল। সকাল ৯টার শিফটে সকাল ৭টায় পৌঁছে যেতেন আমির, যা সলমনের বিরক্তির কারণ ছিল। তবে সলমন খোঁচা মারতেও ভোলেননি। জানান, ‘আমি একসঙ্গে তিনটে শিফটে কাজ করতাম, হাতে ১৫টা ছবি ছিল। ওর হাতে একটাই ছবি ছিল’।
সম্পর্কের ভাঙা গড়া নিয়েও কথা বলেন ভাইজান। সলমনের মতে, 'যখন একজন সঙ্গী অন্য সঙ্গীর চেয়ে বেশি সফল হয়, তখন মতপার্থক্য শুরু হয়। একজন সঙ্গী অন্য সঙ্গীর কাছ থেকে নিরাপত্তাহীনতা বোধ করে, তখনই দূরত্ব তৈরি হবে। দু'জনকেই একে অপরের পাশে দাঁড়াতে হবে'। নিজের সম্পর্ক নিয়ে সলমন বলেন, ‘যাদের সঙ্গে সম্পর্ক টেকে না তো টেকে না। দোষ যদি কারুর থাকে সেটা আমার।’
সলমন জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন। সঙ্গীতা বিজলানির সঙ্গে তাঁর বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে গিয়েছিল। এরপর সোমি আলি, ঐশ্বর্য রাই, ক্যাটরিনা কাইফ পেরিয়ে ইউলিয়া ভান্তুরের সঙ্গে নাম জড়িয়েছে সলমনের। তবে ছাদনাতলায় যাননি অভিনেতা।
২৫শে সেপ্টেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে স্ট্রিমিং হচ্ছে এই সিরিজের।