‘কম্পাস’, 'ভোলে বাবা পাড় করেগা'-এর পর স্টার জলসায় ফের নতুন মেগা ‘ও মোর দরদিয়া’ আসছে তা আগেই জানা গিয়েছিল। ধারাবাহিকের প্রোমোতে দেখা গিয়েছিল এই মেগার হাত ধরেই প্রায় ১০ বছর পর কামব্যাক করছেন পর্দার 'বাহামনি' রণিতা দাস। আর এবার চ্যানেলের পক্ষ থেকে প্রোমো প্রকাশ্যে এনে জানানো হল সম্প্রচারের দিনক্ষণ।
আরও পড়ুন: জুবিনের মৃত্যুর ৬ দিন পর তাঁকে নিয়ে পোস্ট কঙ্গনার! গায়কের প্রয়ানে কী লিখলেন নায়িকা?
ধারাবাহিকে একজন নিম্নবিত্ত ঘরের গৃহবধূর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রনিতা দাসকে। রনিতার স্বামীর ভূমিকায় অভিনয় করবেন ফাহিম মির্জা। ধারাবাহিকে রনিতার বিপরীতে অভিনয় করবেন বিশ্বজিৎ ঘোষ।
ধারাবাহিকের প্রোমোয় দেখা গিয়েছে, রনিতার অভিনীত চরিত্র গণেশ পুজোর দিন বাড়িতে প্রদীপ জ্বালাচ্ছে। সে গর্ভবতী। সে বাড়ির সামনে বসে তার অনাগত সন্তানের সঙ্গে কথা বলছে। ঠিক সেই সময় তাদের বাড়িতে তার স্বামীর খোঁজে হানা দেয় বেশ কিছু লোক। সে স্বামীর খোঁজ করতে গিয়ে ঘরে ঢুকে দেখে যে তার স্বামী সব কিছু গুছিয়ে পালিয়ে যাওয়ার ফন্দি আটছে।
আরও পড়ুন: 'মদ খেলে ব্যাথা কমত', জটিল রোগে ছটপট করতেন সলমন! ‘আত্মঘাতী রোগ’-এর স্বীকার নায়ক
তার স্বামী একজন অসৎ ব্যক্তি। বাড়িতে গর্ভবতী স্ত্রীকে রেখেই সে পালিয়ে যায়। ঠিক সেই সময় প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে সে রাস্তায় এসে পড়ে। চারিদিকে তখন উৎসবের আমেজ। লাইটের গেট, ঢাকের শব্দ, সকলের ঠোঁটে লেগে আনন্দের হাসি। তবে সেই সবের মধ্যে তার শরীরের অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। শেষে সে একটা গাড়ির সামনে এসে পড়ে যায়। তারপর জ্ঞান হারায়। যখন তার জ্ঞান ফেরে তখন সে হাসপাতালের বেডে, তার কোলে তার সদ্যজাত।
কিন্তু এই পর্যন্ত সে কেমন করে এসে পৌঁছল তা ভাবতে ভাবতেই তাকে এক নার্স এসে জানায় একব্যক্তি তাকে নিয়ে এসেছে। সেই হাসপাতালের সমস্ত বিল মিটিয়ে দিয়েছে। সেই সময় কৃতজ্ঞতায় ভরে ওঠে তার মন। কিন্তু ধন্যবাদ জানানোর জন্য তাকে খুঁজে পায় না। কিন্তু সেই ব্যক্তি অলক্ষে দাঁড়িয়ে সবটা দেখে। ওই ব্যক্তির ভূমিকায় দেখা যাবে বিশ্বজিৎকে।
এই প্রোমো প্রকাশ্যে এনে মেগার সম্প্রচারের দিনক্ষণ জানানো হল। এই মেগা ৭ অক্টোবর থেকে সন্ধ্যে ৭টা থেকে সম্প্রচারিত হবে। সন্ধ্যে ৭টার স্লটে 'কথা' সম্প্রচারিত হতে দেখা যায়। তাই খুব সম্ভবত সেই মেগাই এবার শেষের পথে। যদিও চ্যানেল বা নির্মাতাদের পক্ষ থেকে এখনও এর কোনও অনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
তবে এর মধ্যেই খবর প্রকাশ্যে এসেছিল ‘গীতা এলএলবি’র শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। 'গীতা এলএলবি' বিকেল ৫টায় সম্প্রচারিত হয়। সেই জায়গায় 'কথা'কে স্লট দেওয়া হবে নাকি এই মেগার সম্প্রচার শেষ করে দেওয়া হবে সেটাই এখন দেখার।