আজ অর্থাৎ ৪ আগস্ট ছিল ‘ধুমকেতু’ ছবি ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ১০ বছর পর এক মঞ্চে উপস্থিত হতে দেখা গেল দেব এবং শুভশ্রীকে। এই অনুষ্ঠানে দুজনেই রংমিলান্তি করে কালো পোশাক পরেছিলেন। দুই তারকাকে একসঙ্গে চোখের সামনে দেখে উচ্ছ্বসিত হন ভক্তরাও।
মঞ্চে রোহনের একের পর এক প্রশ্নের উত্তর দিতে দেখা যায় শুভশ্রী এবং দেবকে। সবার সামনে একে অপরকে ফলো করেন তাঁরা। ট্রেলার লঞ্চ হওয়ার পর একসঙ্গে একটি দুর্দান্ত পারফরমেন্স করতেও দেখা যায় এই তারকা জুটিকে। তবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের কথায়, এই অনুষ্ঠানের মঞ্চে দেব নিজেই নিজের বিপদ ডেকে নিয়ে আনলেন। এমন কী করলেন দেব?
আরও পড়ুন: ফের ছোট পর্দায় জুটি বাঁধতে চলেছেন বিক্রম-ঐন্দ্রিলা, কোন চ্যানেলে আসবেন তাঁরা?
আরও পড়ুন: অবশেষে প্রকাশ্যে এল রাজনন্দিনীর আসল পরিচয়! আর্যর অতীত কী মেনে নেবে অপর্না?
বিগত কয়েক বার সাক্ষাৎকারে দেব এবং শুভশ্রীকে বারবার জিজ্ঞাসা করা হয়েছিল, তাঁরা একসঙ্গে আবার ছবি করতে চান কিনা। এই প্রশ্নের উত্তরে দুজনেই বলেছিলেন, ভালো স্ক্রিপ্ট গেলে অবশ্যই ছবি করতে চাই। তবে এইদিন কৌশিক গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে এমন কী বলেন দেব, যাতে পরিচালকের মনে হয়েছিল দেব নিজেই নিজের বিপদে ডেকে আনলেন?
দেব এবং শুভশ্রীকে যখন কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, তাঁরা একসঙ্গে ছবি করতে চান কিনা? উত্তরে দেব বলেন, আমরা কি ছবি করব? কৌশিকদা বুম্বাদা আর জয়া আহসান ছাড়া কিছুই চেনে না। কবে আমাদের সঙ্গে কাজ করেছে, তারপর ভুলেই গিয়েছে দাদা।
আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’ পেল জোড়া জাতীয় সম্মান, বিতর্ক উঠতেই মুখ খুললেন আশুতোষ
আরও পড়ুন: জাতীয় পুরস্কার পেয়েও জারি বিতর্ক, ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
দেবের এই কথার উত্তরে কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, তুই কিন্তু নিজেই নিজের বিপদে ডেকে নিয়ে এলি। এরপর কিন্তু তোদের একসঙ্গে কাজ করতেই হবে। তোদের জন্য স্ক্রিপ্ট তৈরি করছি আমি। কিন্তু তোদের কাজ করতেই হবে।