উৎসবের মরসুমে শাড়ির দোকানগুলিতে উপচে পড়ছে ভিড়। এরই মধ্যে এক মহিলাকে ৯০ হাজার টাকার শাড়ি চুরির অভিযোগে প্রকাশ্য দিবালোকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে দোকানি ও তাঁর সহকর্মীর বিরুদ্ধে। ইতিমধ্যে এই ঘটনায় ওই দোকানি ও তাঁর সহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, ওই মহিলাকে মারধর করার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন-'জল-যুদ্ধে' কুপোকাত পাকিস্তান! লক্ষ্য ২০২৯-র নির্বাচন, বিরাট 'সিন্ধু' পরিকল্পনা নয়া দিল্লির
এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর অ্যাভিনিউ রোডে। পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরুর অ্যাভিনিউ রোডের দোকানে হুম্পাম্মা নামে এক মহিলা এসে একগুচ্ছ শাড়ি চুরি করেছিলেন। কিন্তু তিনি কোনওভাবে পালিয়ে যেতে সক্ষম হন। চুরির ঘটনাটি দোকানের সিসিটিভিতে ধরা পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দোকানের ভেতরে দাঁড়িয়ে এক বান্ডিল শাড়ি কেড়ে নেওয়ার চেষ্টা করছেন ওই মহিলা। নানা চেষ্টার পর, ওই মহিলা শাড়ির প্যাকেটটি নিয়ে পালিয়ে যায়। এরপরই ওই মহিলা আবার সেই দোকানে ফিরে আসে। আরও শাড়ি চুরি করার চেষ্টা করে। কিন্তু এবার তাকে চিনে ফেলে দোকানদার । ফলে হাতেনাতে ধরে ফেলে ওই মহিলাকে। এরপরেই রাগের বশে, দোকানদার তাকে রাস্তায় টেনে নিয়ে যায় এবং বারবার থাপ্পড় ও লাথি মারতে শুরু করে। অভিযোগের প্রমাণ দেওয়ার তোয়াক্কা না করেই চলতে থাকে প্রবল মার। প্রকাশ্য দিবালোকে মহিলাকে মারধর করেন তিনি। একেবারে সকলের সামনেই। আইনের সাহায্য না নিয়ে, নিজেই একেবারে মাঠে নেমে পড়েন ব্যবসায়ী। তারপর ওই মহিলাকে পুলিশের হাতে তুলে দেয়। কাছে দাঁড়িয়ে থাকা দোকানদার এবং স্থানীয়রা পুরো ঘটনাটি ফোনবন্দি করে ফেলেন।
আরও পড়ুন-'জল-যুদ্ধে' কুপোকাত পাকিস্তান! লক্ষ্য ২০২৯-র নির্বাচন, বিরাট 'সিন্ধু' পরিকল্পনা নয়া দিল্লির
চুরির অভিযোগে ওই মহিলাকে তো গ্রেফতার করাই হয়েছে। ধরা হয়েছে দোকানদার এবং তার সহকর্মীকেও। পুলিশ জানিয়েছে, দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে, একটি চুরির অভিযোগে মহিলার বিরুদ্ধে এবং অন্যটি দোকানদার এবং তার সহকর্মীর বিরুদ্ধে। মহিলাকে মারধর করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে দোকানদার এবং তার সহকর্মীকে। তাদের তিনজনকেই এখন গ্রেফতার করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।