বড় পর্দা হোক বা ছোট পর্দা, সিরিজ সব ক্ষেত্রেই ঋতাভরী চক্রবর্তীর অবাধ বিচরণ। তবে কেবল টলিউড না ইতিমধ্যেই বি-টাউনেও একের পর এক কাজ করে নিজের জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। অনুষ্কা শর্মা থেকে আয়ুস্মান খুরানার মতো প্রথম সারির তারকাদের সঙ্গে কাজ করেছেন নায়িকা। আর এবার বলিউডের অন্যতম ব্যক্তিত্বময়ী অভিনেত্রী টাবুর সঙ্গে দেখা মিলল ঋতাভরীর। তবে কি টাবুর সঙ্গে এবার বড় পর্দায় বা কোনও সিরিজে দেখা মিলবে তাঁর?
না আসলে টাবু ও ঋতাভরী একই গয়নার ব্র্যান্ডের মুখ। আর সেই সূত্রেই বৃহস্পতিবার তাঁদের দেখা হয়। শুক্রবার ঋতাভরী টাবুর সঙ্গে বেশ কিছু ছবি ভাগ করে নেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। ছবিতে পাথরের কাজ করা সোনালি পাড়ের সাদা শাড়িতে নজর কাড়েন টাবু। অন্যদিকে, নীল রঙের লহেঙ্গায় নজর কেড়েছিলেন ঋতাভরী। একটি ছবিতে টাবু ঋতাভরীকে জড়িয়েও ধরেন। তাছাড়াও নায়িকার সঙ্গে টাবুর একটি স্নেহমাখা ছবিও দেখা যায়।
ছবিগুলি পোস্ট করে ঋতাভরী ক্যাপশনে লেখেন, ‘গতকালের সন্ধ্যার সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল ‘সিংহী’ @tabutiful সঙ্গে আমার দেখা হওয়া। তিনি তাঁর কেরিয়ার, তাঁর জীবনের পছন্দ এবং তাঁর অভিনয় দক্ষতার মাধ্যমে বার বার ছক ভেঙেছেন। আর ওঁর এই ছক ভাঙা আমাকে দারুণ ভাবে অনুপ্রাণিত করে। আমি এবং আমার বোন প্রায়ই আলোচনা করি যে, তিনি এমনই এক কিংবদন্তি যে সব ক্ষেত্রেই ফিট। অভিনেতারা যখন বিলাসিতা ছেড়ে দেন, যখন তাঁদের মনে হয় যে তাঁরা যথেষ্ট উপভোগ করেছেন, তখন তাঁরা তথাকথিত নায়িকার বয়সের বাধা উপেক্ষা করে একটা 'দৃশ্যম' বা 'অন্ধাধুন' করেন।’
নায়িকা আরও লেখেন, ‘যখন আপনি মনে করেন যে এটাই তাঁর দেওয়া একটা সেরা উপহার। তখন তিনি 'ডুন'-এর মতো একটি হলিউড সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দেন। তিনি ইতিমধ্যেই তাঁর (আমার প্রিয় নেমসেক) কেরিয়ারের শিখরে রয়েছেন। আর এখন আমরা কেবল অপেক্ষা করছি, তিনি এরপর আর কোন ছক ভাঙবেন? 'কুরি তে বুড়ি' কথাটা যাঁরা বিশ্বাস করেন তাঁদের কাছে টাবু একটা উদাহরণ। যিনি নীরবে ছক ভেঙে ফেলেন, আর তাঁর কাজ বজ্রপাতের চেয়েও জোরে শব্দ করে। বোনাস হল তিনি ভিতরে এবং বাইরে দুই ক্ষেত্রেই সুন্দর! ওঁকে ব্যক্তিগত ভাবে জানার সুযোগ হল, এই সময়টা যে আমার কী ভালো সময় কাটল তা বলার নয়।@tabutiful আমি আপনাকে সব সময় ভালোবাসি।'