আগামী ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে ধুমকেতু। ৪ আগস্ট ধুমকেতু ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে একসঙ্গে একই মঞ্চে উপস্থিত হলেন দেব ও শুভশ্রী। একসঙ্গে সাক্ষাৎ দেওয়ার পাশাপাশি মঞ্চে ঘটে গেল আশ্চর্য এক ঘটনা।
রোহন দেব এবং শুভশ্রীকে যখন প্রশ্ন করেন, তাঁরা একে অপরকে কবে ফলো করবেন? এই প্রশ্নের উত্তরে শুভশ্রী বলেন, কে আগে ব্লক করেছিল? এই কথার উত্তরে চুপ করে যান দেব। তখনই শুভশ্রী নিজের ফোন বের করেন এবং দেবকে ফলো করেন।
আরও পড়ুন: ফের ছোট পর্দায় জুটি বাঁধতে চলেছেন বিক্রম-ঐন্দ্রিলা, কোন চ্যানেলে আসবেন তাঁরা?
আরও পড়ুন: অবশেষে প্রকাশ্যে এল রাজনন্দিনীর আসল পরিচয়! আর্যর অতীত কী মেনে নেবে অপর্না?
শুভশ্রী দেবকে ফলো করতেই দেবও নিজের ফোন নিয়ে আসেন এবং শুভশ্রীকে ফলো করেন। এমন একটি ঘটনা বোধহয় প্রথম ঘটল কোনও মঞ্চে। দুই বড় মাপের তারকা একে অপরের সমস্ত ভুল-বোঝাবুঝি সরিয়ে রেখে একে অপরকে ফলো করেন সমাজ মাধ্যমের পাতায়।
তবে শুধু একে অপরকে ফলো করেই ব্যাপারটা শেষ হয়নি। উপস্থিত দর্শকদের সামনে দেবের সঙ্গে সেলফি তোলেন শুভশ্রী। সত্যিই এটা একটা ম্যাজিকাল মুহূর্ত তৈরি হয়। আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে দর্শকরা। এই মুহূর্তটির জন্যই বোধহয় এতদিন অপেক্ষা করেছিলেন সকলে।
আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’ পেল জোড়া জাতীয় সম্মান, বিতর্ক উঠতেই মুখ খুললেন আশুতোষ
আরও পড়ুন: জাতীয় পুরস্কার পেয়েও জারি বিতর্ক, ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, দেব এবং শুভশ্রী শেষ কাজ করেছিলেন ‘ধুমকেতু’ ছবিতে। এরপর আর একসঙ্গে দেখা যায়নি তাঁদের। ব্যক্তিগত কারণে তাঁরা আর কাজ করেননি, কিন্তু আজও দেব এবং শুভশ্রীর সেই জুটি মানুষের ভীষণ প্রিয়, ভীষণ কাছের।
মঞ্চে দেব এবং শুভশ্রী ছাড়াও উপস্থিত ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়, রানা সরকার, অনুপম রায় এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত। এইদিন মঞ্চে প্রথমে সবাই পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানান। পরিচালক থেকে প্রযোজক সকলেই জানান, ছবি তৈরি করার পেছনের বিভিন্ন গল্প। গানে গানে সকলকে মঞ্চ মাতান অনুপম। অনুপমকে সঙ্গ দেন ঈশান মিত্র।