ভক্তদের কথা মেনে ৪ আগস্ট ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে একসঙ্গে একই মঞ্চে এসে দাঁড়ালেন দেব এবং শুভশ্রী। তবে এখানেই শেষ নয়, বহু প্রতীক্ষিত ট্রেলার লঞ্চ হল আজ। ‘ধুমকেতু’ ছবির ট্রেলার দেখে রীতিমতো মুগ্ধ দর্শকরা। ট্রেলার যদি এত মারাত্মক সুন্দর হয় তাহলে ছবি কতটা ভালো হবে?
ট্রেলার প্রসঙ্গে
ট্রেলার শুরু হতেই শুভশ্রী ভানু বলে চিৎকার করছেন। এই ভানু কে? ভানু আর কেউ নন, স্বয়ং দেব। এরপরই দেখা যাচ্ছে রুদ্রনীলের সামনে একজন বয়স্ক ভদ্রলোক একেবারে যুবকদের মতো শরীর চর্চা করছেন। রুদ্রনীলের আর বুঝতে বাকি থাকে না, এই বয়স্ক ভদ্রলোক আর অন্য কেউ নয়, ভানু।
আরও পড়ুন: ‘দ্য কেরালা স্টোরি’ পেল জোড়া জাতীয় সম্মান, বিতর্ক উঠতেই মুখ খুললেন আশুতোষ
আরও পড়ুন: জাতীয় পুরস্কার পেয়েও জারি বিতর্ক, ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
কিন্তু কেন বৃদ্ধের বেশে রয়েছে ভানু? ট্রেলার দেখে মোটামুটি বোঝাই যাচ্ছে ভানু সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন। কিন্তু ভানুর মৃত্যুর খবর পৌঁছয় তার পরিবারের কাছে। ভানুর অপেক্ষায় দিন কাটায় তার স্ত্রী। কিন্তু ভানু তো বেঁচে? তবে কার থেকে নিজেকে লুকিয়ে রাখছে সে?
এদিকে একটি দৃশ্যে দেখতে পাওয়া যায় পরমব্রতকেও। পরমব্রতকে দেব নিজের পরিচয় দেয় ইন্দ্রনাথ খাস্তনবীশ নামে। এখানেও প্রশ্ন আসে, কেন নিজেকে অন্য নামে পরিচয় দেয় ভানু? পরিবারের থেকে পালিয়ে কোথায় লুকিয়ে থাকে সে? কেনই বা লুকিয়ে থাকে?
আরও পড়ুন: ফের ছোট পর্দায় জুটি বাঁধতে চলেছেন বিক্রম-ঐন্দ্রিলা, কোন চ্যানেলে আসবেন তাঁরা?
আরও পড়ুন: অবশেষে প্রকাশ্যে এল রাজনন্দিনীর আসল পরিচয়! আর্যর অতীত কী মেনে নেবে অপর্না?
একজন সেনাবাহিনীর সৈনিক হলেও কেন ভানুকে রাজসাক্ষী দিতে বলেন রুদ্রনীল? ভানুর কোন অপরাধের কথা জেনে যায় সে? এইসব প্রশ্নের উত্তর শুধু জানা যাবে ছবি মুক্তি পেলে। আগামী ১৪ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’, তাই দর্শকদের আর কিছুদিন অপেক্ষা করতেই হবে।