সম্প্রতি জি বাংলা সোনার চ্যানেলের একাধিক ধারাবাহিকের টিজার দর্শকদের সামনে আনা হয়েছে। কিছুদিন আগেই যেমন বিশ্বনাথ বসু এবং মিমি দত্ত অভিনীত ‘শ্রীমান ভগবান দাস’ ধারাবাহিকের টিজার মুক্তি পেয়েছে। মুক্তি পেয়েছে একটি গানের অনুষ্ঠানের টিজারও। এবার মুক্তি পেল এই নতুন চ্যানেলের অন্যতম ধারাবাহিক ‘SST বেঙ্গল- এর প্রমো।’
ইতিমধ্যেই জানা গিয়েছিল, SST বেঙ্গল ওরফে স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম বেঙ্গল ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন ঋষি কৌশিক। ঋষি কৌশিকের চরিত্রের নাম ইন্দ্রজিৎ বসাক। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ঋষি কৌশিকের সঙ্গে ধারাবাহিকে দেখতে পাওয়া যাবে রুকমা রায়কে। এবার জানা গেল এই সিরিয়ালে কোন অভিনেত্রীর বিপরীতে জুটি বাঁধতে চলেছেন ঋষি।
আরও পড়ুন: আদর্শ শত্রু হলে কী বদলে যায় জীবন? ‘ধুমকেতু’-র ট্রেলার যেন হাজার প্রশ্নের উপাখ্যান
আরও পড়ুন: 'তুই কিন্তু বেশ ঝামেলায় পরে গেলি..', শুভশ্রীর সামনেই দেবকে সাবধানবানী কৌশিকের! কী হল আচমকা?
জি বাংলা সিনেমার তরফ থেকে এই ধারাবাহিকের যে প্রমো মুক্তি পেয়েছে সেখানে প্রথমেই দেখা যাচ্ছে, বাসবদত্তা ছেলের জন্মদিনে অতিথিদের নিয়ে ব্যস্ত। ছেলে বারবার খোঁজ করছে বাবার। ছেলেকে বোঝাতে গিয়ে অভিনেত্রী বলছেন, ‘এই পৃথিবীতে দুই ধরনের লোক থাকে। খারাপ মানুষ আর ভালো মানুষ। যখন খারাপ মানুষের সংখ্যা বেড়ে যায় তখন পৃথিবীতে পাপের সংখ্যা বেড়ে যায়। তখনই তোর বাবার মতো মানুষের প্রয়োজন হয়।’
বাসবদত্তা সন্তানকে যখন বাবার বীরত্বের গল্প শোনাচ্ছেন ঠিক তখনই অন্যদিকে দেখা যাচ্ছে, একদল গুন্ডাকে শায়েস্তা করার জন্য মাঠে নেমেছেন ঋষি কৌশিক। ধারাবাহিকে ঋষি কৌশিকের চরিত্রের নাম ইন্দ্রজিৎ বসাক। রুকমা রায়ের চরিত্রের নাম রোমি ডিসুজা। রয়েছেন আরও কলাকুশলী, যারা এই টিমের অন্য সদস্যদের ভুমিকায় অভিনয় করেছেন।
আরও পড়ুন: ‘ধুমকেতু’ ট্রেলার লঞ্চে একে অপরকে আবার ফলো করলেন দেব-শুভশ্রী, তুললেন সেলফিও
আরও পড়ুন: অবশেষে অপেক্ষার অবসান! ১০ বছর পর এক মঞ্চে দেব-শুভশ্রী, তৈরি হল ইতিহাস
ধারাবাহিকের প্রমো প্রকাশ্যে এনে চ্যানেলের তরফ থেকে ক্যাপশনে লেখা হয়, ‘পৃথিবী যখন ঢেকে যায় অন্ধকারে, ঠিক তখনই জন্ম নেয় কিছু মানুষ। অপরাধীদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য আসছে ডিসিপি ইন্দ্রজিৎ বসাক, সঙ্গে তাঁর দুর্ধর্ষ টিম SST বেঙ্গল। এখন নিশ্চিন্তে বাংলা, কারণ? ডিউটিতে SST বেঙ্গল।’