প্রেম, বিশ্বাসঘাতকতা এবং সর্বোপরি নারীদের সংগ্রাম নিয়ে আসতে চলেছে ‘দুগ্গা’। এম সেলিমের পরিচালনায় এই ছবিটি প্রযোজনা করেছেন কৃষ্ণা গুপ্ত। পৃথ্বী ফিল্মসের প্রযোজনা সংস্থার অধীনে মুক্তি পাবে এই ছবিটি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিনেমার একটি গানের টিজার।
এই সিনেমায় অভিনয় করেছেন ওম সাহানি, অনিন্দিতা জানা, দেবাশীষ গঙ্গোপাধ্যায়, আহসান খান, সান্তনা বসু, ঈশিতা দাস, অনুসূয়া সামন্ত, ক্যান্ডি দাস, মনোজিৎ বোড়াল, দেবাশীষ গঙ্গোপাধ্যায় এবং মোহম্মদ গোলাম সহ আরও অনেকে।
আরও পড়ুন: ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে?
আরও পড়ুন: ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? রইল হদিশ
সিনেমার গল্প লিখেছেন সুরজিৎ মল্লিক ও এম সেলিম। চিত্রনাট্য লিখেছেন সুরজিৎ পাল এবং মৌসুমী কর। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন রাজু এবং সৌভিক বর্মন। সংগীত পরিচালনা করেছেন প্রীতম দেব। সিনেমায় যে তিনটি গান রয়েছে সেই গানগুলি গেয়েছেন লহনা দাস, সৌভিক কবি, মোহাম্মদ ইরফান, নাকাশ আজিজ, উর্মি চৌধুরী, আইওয়ান বিশ্বাস এবং অস্মিতা কর।
দুর্গা পুজোর আগে এই ছবিটি নিয়ে এসেছে অনবদ্য একটি পুজোর গান। আগামী দুর্গাপুজোর অন্যতম গান হতে চলেছে এটি। এই গানের বিশেষত্ব হল, এই গানটিতে ব্যবহার করা হয়েছে দক্ষিণই ঘরানার নাচ এবং সঙ্গে রয়েছে দক্ষিণের সংগীত উপস্থাপনা।
ওম সাহানি অভিনীত এই গানটি শুধুমাত্র দুর্গাপুজোর গান হিসেবে তৈরি করা হয়নি, এই গানের মাধ্যমে নারীশক্তিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন পরিচালক। বর্তমান সমাজে নারীর অবস্থান সম্পর্কে প্রশ্ন তুলবে এই গানটি। খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, আগামী দিনে এই গানটি অন্যতম জনপ্রিয় গান হতে চলেছে।
আরও পড়ুন: 'এমন গল্প আগে দেখেননি...', জোয়ার- ভাঁটা নিয়ে উচ্ছ্বসিত শ্রুতি- আরাত্রিকারা
আরও পড়ুন: ‘কেউ যোগাযোগ করবেন না…’, ঘোর বিপদে দেবচন্দ্রিমা, পাশে দাঁড়ালেন শ্রুতি
প্রসঙ্গত, এই মুহূর্তে ওম সাহানি এই ছবিটির পাশাপাশি ব্যস্ত ‘রঘু ডাকাত’ ছবির প্রচার নিয়ে। ইতিমধ্যেই গোটা টিম ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। দেব, সোহিনী সরকার, অনির্বাণ চট্টোপাধ্যায় এবং ইধিকা পালের সঙ্গে রয়েছেন ওম সাহানিও। ছবিটি আগামী ২ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাবে।