বৈদিক জ্যোতিষশাস্ত্রমতে সূর্যদেবের বিশেষ কৃপা বহু রাশিতে পড়তে থাকে। এবার তুলা রাশিতে প্রবেশ করতে চলেছেন সূর্যদেব। তারফলে বহু রাশির জাতক জাতিকার জীবনেই প্রভাব পড়তে আরম্ভ করবে। দুর্গাপুজো মিটলেই সূর্যদেব অক্টোবর ২০২৫ সালের মাঝামাঝি তুলা রাশিতে গোচর করতে চলেছেন। বেশ কিছু জ্যোতিষ গণনা বলছে, তারফলে নীচভঙ্গ যোগ তৈরি হবে। এর জেরে আকস্মিক ধনলাভ ও উন্নতির যোগ তৈরি হবে। কারা হবেন লাভবান? দেখে নিন রাশিফলে।
কন্যা
নীচভঙ্গ যোগ আপনার কাজের দিক থেকে ব্যাপক সাফল্য আনবে। বিভিন্ন দিক থেকে সাফল্য পাবেন। তবে চাকরিজীবনে বিশেষ লাভ পেতে পারেন। এই সময় ব্যবসায় ভালো লাভ পাবেন। সমাজে উচ্চ কোনও স্থানে অবস্থান করতে পারেন। তার সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা ভালো লাভ পাবেন। ব্যবসায়ীরা আর্থিক দিক থেকে পেতে পারেন বিপুল লাভ। ব্যবসার বিস্তার হতে পারে।
( AC Blast Case: ভোর রাতে এসি বিস্ফোরণে মা,বাবা, মেয়ের মৃত্যু! প্রাণে রক্ষা পেল ছেলে! কীভাবে?)
বৃষ
নীচভঙ্গ রাজযোগ বৃষ রাশির জন্য ইতিবাচক ফল আনবে। শুক্র আপনার গোচর কুণ্ডলীর কেন্দ্রভাবে বিরাজ করবেন। এই সময় হঠাৎ করে হাতে আসতে পারে টাকা। চাকরিরতরা কোনও ভালো প্রজেক্টে অংশ নিতে পারেন। আপনার কাজের ধরণ আরও ভালো করার সুযোগ পাবেন। ব্যবসায়ীরা বুদ্ধিদীপ্ত কোনও দিক থেকে ভালো কিছু লাভ পেতে পারেন। কোনও জায়গায় ভালো প্রতিষ্ঠা পেতে পারেন।
তুলা
এই রাজযোগ আপনার রাশির লগ্নভাবে সম্পন্ন হবে। আপনার আত্মবিশ্বাস হু হু করে বাড়বে। বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে। এই সময় বিবাহিতদের দাম্পত্য জীবন আগের থেকে ভালো হবে। কাদের ক্ষেত্রে পার্টনারশিপ আসবে। আর তা থেকে ইতিবাচক ফল পাবেন। কেরিয়ারের দিক থেকেও ভালো লাভ পেতে পারেন। কোনও ভাবনা চিন্তা করে রাখা যোজনা থেকে ভালো লাভ পাবেন। এই যোজনা আপনাকে বহু দূর নিয়ে যাবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )