জ্যোতিষশাস্ত্র অনুসারে নবগ্রহের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে চলে চন্দ্র। একটি রাশিতে তিনি প্রায় আড়াই দিন থাকেন। আর সেখানে থাকার সময় কার্যত তিনি তৈরি করেন বহু যোগ। এবারের শারদীয়া নবরাত্রিতে চন্দ্র মঙ্গল যোগ তৈরি হতে চলেছে। যার হাত ধরে আসছে মহালক্ষ্মী যোগ। ফলত বহু দিন ধরে যে সমস্ত রাশির কাজ আটকে রয়েছে, সেই সমস্ত রাশির ভাগ্য সম্ভবত খুলতে চলেছে বলে জ্য়োতিষমত। ২৪ সেপ্টেম্বর ভোর রাত ২ টো ৫৫ মিনিটে তুলায় প্রবেশ করছে চন্দ্র। সেখানে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত থেকে যাবেন। ৫৪ ঘণ্টা পর্যন্ত এভাবেই থাকবে তারা। এর আগে ১৩ সেপ্টেম্বর থেকে তুলা রাশিতে মঙ্গল থাকবেন। তৈরি হবে মহালক্ষ্মী রাজযোগ। তারফলে একাধিক রাশির ভাগ্য খুলবে।
সিংহ
বেশ কিছু ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। দীর্ঘ দূরত্বের যাত্রা করতে পারেন এই সময়। এই বছর বহু ধরনের লাভ পেতে পারেন। কেরিয়ারের দিক থেকে ভালো লাভ হতে পারে। যাঁরা চাকরির খোঁজ করছেন তাঁরা লাভ পেতে পারেন। আরও বেশি টাকা রোজগার করতে পারেন। মন শান্ত হবে। আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারবেন।
তুলা
সুখ সুবিধা হু হু করে বেড়ে যেতে পারে। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে। কেরিয়ারের দিক থেকে সব কিছু ভালো কাটবে। আপনি আপনার বন্ধুদেরও বিশ্বাস জিতে নিতে সফল হতে পারেন। কাজের সূত্র ধরে ব্যপক প্রগতি পেতে পারেন। সিনিয়ার আধিকরিকরা আপনার প্রশংসা করতে পারেন। মানসিক কষ্ট থেকে রেহাই পেতে পারেন। ভালো মুনাফা করতে পারেন। আকস্মিক ধনলাভের যোগ তৈরি হতে পারে। স্বাস্থ্য আগের থেকে ভালো কাটবে।
মকর
আপনার ভাগ্যে মহালক্ষ্মী রাজযোগ বিশেষ লাভ এনে দেবে। আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন। চাকরির দিক থেকে ভালো কোনও সুযোগ পাবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হতে চলেছে। কোনও ধরনের কোনও ঋণ থেকে মুক্তি পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটবে। স্বাস্থ্যের দিক থেকেও সময় ভালো কাটবে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)