কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ‘রক্তবীজ’ ২ ছবির প্রথম প্রেমের গান। অঙ্কুশ এবং কৌশানির মিষ্টি প্রেম যেন দর্শকরা হারিয়ে যান পুরনো সময়ে। এবার মুক্তি পেতে চলেছে ছবির দ্বিতীয় রোমান্টিক গান। কয়েক সেকেন্ডের গানের টিজারেই মিমির সৌন্দর্যে মাতোয়ারা হলেন দর্শকরা।
যদিও এর মধ্যেই ছবির একটি আইটেম গান মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়া, যা রাতারাতি হয়ে যায় ভাইরাল। নুসরত অভিনীত ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না’ এই মুহূর্তের হট গানের মধ্যে একটি। এছাড়াও দুই বাংলাকে নিয়ে মুক্তি পেয়েছিল ‘ও বাবুর মা’ গানটি। এবার মুক্তি পেল ছবির দ্বিতীয় রোমান্টিক গানের টিজার।
আরও পড়ুন: ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে?
আরও পড়ুন: ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? রইল হদিশ
‘রক্তবীজ ২’ ছবিতে আবির এবং মিমি দুজনেই শত্রু দমনে ব্যস্ত। মুনিরকে ধরার ফাঁকেই এবার থাইল্যান্ডের সমুদ্র সৈকতে একে অপরের সঙ্গে ঘনিষ্ট হলেন আবির-মিমি। ‘চোখের নীলে’ গানের কয়েক সেকেন্ডের টিজারেই যেন উষ্ণতা ছড়িয়ে গেল গোটা সমাজ মাধ্যমে।
গানের টিজারে দেখতে পাওয়া যাচ্ছে, দূর থেকে হেঁটে আসছেন মিমি। মিমির পরনে নীল বিকিনি। অন্যদিকে আবিরও নিজেকে রাঙিয়ে তুলেছেন রঙিন পোশাকে। কখনও মিমিকে কাঁধে তুলে নিচ্ছেন তিনি, কখনও আবার ঘনিষ্ঠ হচ্ছেন দোলনায়।
‘চোখের নীলে’ গানের টিজার দেখেই যেন মিমির সৌন্দর্যে আবিরের পাশাপাশি আরও একবার মুগ্ধ হলেন দর্শকরা। তবে গোটা গানটি শোনার জন্য আরও একদিন অপেক্ষা করতে হবে দর্শকদের। আপাতত নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘রক্তবীজ ’২ ছবির এই নতুন গানের স্বল্প প্রকাশেই সন্তুষ্ট থাকতে হবে সকলকেই।
আরও পড়ুন: 'এমন গল্প আগে দেখেননি...', জোয়ার- ভাঁটা নিয়ে উচ্ছ্বসিত শ্রুতি- আরাত্রিকারা
আরও পড়ুন: ‘কেউ যোগাযোগ করবেন না…’, ঘোর বিপদে দেবচন্দ্রিমা, পাশে দাঁড়ালেন শ্রুতি
প্রসঙ্গত, এই বছর দুর্গাপুজোয় মুক্তি পাবে ‘রক্তবীজ ২’। এই সিনেমায় ভারত এবং বাংলাদেশের সম্পর্ককে তুলে ধরা হয়েছে। ছবিতে অভিনয় করবেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, সীমা বিশ্বাস। থাকবেন কৌশানি, অঙ্কুশ এবং নুসরত। মুখ্য চরিত্রে দেখা যাবে আবির এবং মিমিকে। আপাতত এই দুর্দান্ত একটি ছবির জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শকরা।