মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের শুল্কনীতির জেরে ভারত-আমেরিকার সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্পের দেশে দাঁড়িয়েই তাঁর শুল্কনীতির খিল্লি ওড়ালেন ভারতীয় ব়্যাপার বাদশা। নিউ জার্সিতে তাঁর কনসার্টের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে সোশ্যালে আলোচনার কেন্দ্রে বাদশা।
কোনওরকম কুণ্ঠাবোধ করলেন না বাদশা, নিজের পারফরম্যান্স চলাকালীন গানে গানেই ট্রাম্পকে আক্রমণ গায়কের। বীরে দি ওয়েডিং-এর ‘তারিফান’ গাওয়ার সময় বাদশা গানের লাইন সামান্য হেরফেল করে দেন। তাঁকে গাইতে শোনা গেল 'কিন্নি ট্যারিফ চাহিদি ট্রাম্প নু?' (ট্রাম্প আর কত ট্যারিফ চান?)। মুহুর্তটি তাত্ক্ষণিকভাবে ভাইরাল হয়ে যায়, ভক্তরা এটিকে কনসার্টের সবচেয়ে মজাদার মুহুর্তগুলির মধ্যে একটি বলে অভিহিত করেছেন।
আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই নিয়ে উত্তাল রাজনৈতিকমহল। অনেকের ধারণা গত কয়েকমাসে মোদীর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্কেরও অবনতি ঘটেছে। প্রসঙ্গত, এর আগে আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠকের আগে ভারতের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপিয়েছিল আমেরিকা। ওয়াশিংটন দাবি করেছিল, ভারত রাশিয়ার থেকে তেল কিনছে বলেই এই 'নিষেধাজ্ঞামূলক শুল্ক' চাপানো হয়েছে। মার্কিন যুক্তি, ভারত রশিয়ার থেকে তেল কিনছে বলেই পুতিন ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অর্থ পাচ্ছেন।
ওদিকে কিছুদিন আগেই বিগ বস ১৯ চলাকালীন নাম না করেই সলমন ট্রাম্পকে নিয়ে কটাক্ষ করছিলেন। প্রথম সপ্তাহ থেকেই বিগ বস সিজন ১৯-এর ঘরে তাপমাত্রার পারদ চড়ছে। প্রতিযোগীদের মধ্যে তুমুল ঝামেলার মাঝে বেশ কয়েকজন প্রতিযোগী নিজেরাই আগুনে ঘি ঢালছে, তারাই আবার ১৮০ ডিগ্রি ঘুরে শান্তিরক্ষীর মতো আচরণেরও চেষ্টা করছে। এক পর্যায়ে কারও নাম উল্লেখ না করে সলমন বলেন, ‘ইয়ে ক্যায়া হো রাহা হ্যায় পুরি দুনিয়া মে। জো সবসে জ্যাদা ট্রাবল ফায়লা রহে হ্যায়, উনহি কো শান্তি পুরস্কার চাহিয়ে’। যার অর্থ হল যারা গোটা দুনিয়ায় সবচেয়ে বেশি ঝামেলা ছড়াচ্ছে তারাই নি নিজেদের জন্য শান্তির পুরস্কার দাবি করছে। সলমন কারও নাম না করলেও স্পষ্টতই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকেই ইশারা করেছেন সলমন।
নিউ জার্সি শো বাদশার উত্তর আমেরিকা সফরের অংশ, ভার্জিনিয়ায় ইতিমধ্যেই উপচে পড়া দর্শকদের ভিড়ে পারফর্ম করেছেন গায়ক। এরপর বে এরিয়া, সিয়াটেল, ডালাস এবং শিকাগোতে রয়েছে বাদশার কনসার্ট।
গত কয়েক মাসে পাক অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে সম্পর্কের জেরে চর্চায় থেকেছেন বাদশা। যদিও তাঁদের ঘনিষ্ঠতাকে নিছক বন্ধুত্বের বাইরে আর কোনও নাম দিতে না-রাজ দুজনেই।