ভারত-চিন যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি টিউবলাইট বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল, সেই তিক্ত অতীত ভুলে নতুন শুরু করলেন সলমন খান। মঙ্গলবার ইউনিফর্ম পরে সামনে এলেন অভিনেতা, শুরু হল ব্যাটল অফ গালওয়ানের শ্যুটিং।
ক্ল্যাপস্টিকের আড়ালে খাকি উর্দিতে সলমন। ব্যাকব্রাশ করে আঁচড়ানো চুল, গোঁফে মানানসই নায়ক। চোখে দৃঢ়প্রতিজ্ঞা। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ছবির ফার্স্ট লুক শেয়ার করে ভক্তদের চমকে দিলেন ভাইজান। ছবিটি শেয়ার করেছেন তিনি ক্যাপশনে লেখেন, ব্যাটল অফ গালওয়ান।
সূত্রের খবর, এই মুহূর্তে লেহ-তে চলছে ছবির শ্যুটিং। ফার্স্ট লুকে বেশ গুরুগম্ভীর অভিব্যক্তি ধরে রেখেছেন সলমন। সলমন এ ছবি পোস্ট করতেই নেটপাড়ায় হইচই। ভক্তরা স্থির থাকতে পারেননি।
মন্তব্য বিভাগে ভক্তদের উচ্ছ্বাস-উন্মাদনার জোয়ার। একজন লিখেছেন, ‘ব্লকবাস্টার লোডিং’। আরেকজন লেখেন, ‘সুলতান ফিরে এসেছেন’, এবং একজন উল্লেখ করেছেন ‘ভাই আবার ইউনিফর্মে’।
২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারত এবং চীনা সেনাদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করেই এগোবে পরিচালক অপূর্ব লাখিয়ার এই ছবির গল্প। চলতি বছরের শুরুতে ছবিটির পোস্টার শেয়ার করেন ভাইজান। পোস্টারে দেখা গিয়েছিল সলমনের মুখে রক্তের দাগ, সেনার ইউনিফর্ম এবং চোখেমুখে ভয়াবহ অভিব্যক্তি। ছবিতে সলমনের বিপরীতে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকে। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সলমন বলেন, ছবিটি তাঁর কেরিয়ারের অন্যতম কঠিন প্রকল্প কারণ শারীরিকভাবে এটি প্রচণ্ড কষ্টসাধ্য ছবি। বয়স বেড়েছে, ষাট ছুঁইছুঁই সলমনকে তাই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। নায়কের কথায়, ‘আমাকে এখন আরও সময় দিতে হবে। আগে আমি এক বা দুই সপ্তাহের মধ্যে এটি করতাম, এখন আমি দৌড়াচ্ছি, লাথি মারছি, ঘুষি মারছি এবং এই সমস্ত জিনিস'। সলমন বলেন, 'উদাহরণস্বরূপ, 'সিকান্দার'-এ অ্যাকশন আলাদা ছিল, চরিত্রটি আলাদা ছিল। কিন্তু এটা শারীরিকভাবে কঠিন। তাছাড়া লাদাখে উঁচু জায়গায় এবং ঠান্ডা জলে শুটিং করা চ্যালেঞ্জিং'।
সলমনকে শেষবার দেখা গিয়েছিল 'সিকান্দার' ছবিতে, যেখানে তিনি রশ্মিকা মন্দন্নার সঙ্গে অভিনয় করেছিলেন। ছবিটি সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়নি এবং পাশাপাশি বক্স অফিসেও মুখ থুবড়ে পড়ে।