‘অলক্ষী ইন গোয়া’ থেকে শুরু করে ‘আমার বস’, বড় পর্দায় অন্যরকম চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত অভিনেত্রী আভেরী সিংহ রায়। তবে তিনি তাঁর অভিনয় যাত্রা শুরু করেছিলেন ছোট পর্দার হাত ধরে। ‘ভুতু’, ‘কৃষ্ণকলি’ সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।
বড় পর্দার পর এবার আবার ছোটপর্দায় ফিরে আসতে চলেছেন অভিনেত্রী। জি বাংলা সোনার চ্যানেলে শুরু হওয়া নতুন ধারাবাহিক ‘স্পেশাল ইনভেস্টটিকেটিভ টিম’ সিরিয়ালে অভিনয় করতে চলেছেন তিনি। ঋষি কৌশিক অভিনীত এই ধারাবাহিকে অন্যতম একজন পুলিশ অফিসারের ভূমিকা অভিনয় করবেন আভেরী।
আরও পড়ুন: ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে?
আরও পড়ুন: ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? রইল হদিশ
ঋষি কৌশিক ছাড়া এই সিরিয়ালে অভিনয় করছেন রুকমা রায়। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়। এবার এই ধারাবাহিকে ইন্সপেক্টর নীলিমার চরিত্রে অভিনয় করবেন আভেরী। যদিও নিজের আসল চরিত্রে অভিনয় করবেন না তিনি। বেশিরভাগ সময় নিজের পরিচয় লুকিয়েই অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে।
ধারাবাহিকে ফুড ব্লগার হিসেবে অভিনয় করবেন তিনি। নিজের আসল পরিচয় লুকিয়ে কোন তদন্ত করছেন তিনি? কেন আসল পরিচয় লুকিয়ে রেখেছেন আভেরী, সবটাই জানা যাবে ধারাবাহিকের মাধ্যমে। আপাতত অভিনেত্রীকে এই নতুন চরিত্র দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের আগামী লুক প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। যেখানে একদিকে পুলিশ অফিসারের পোশাকে তাঁকে দেখতে পাওয়া যাচ্ছে অন্য একটি ছবিতে আবার দেখতে পাওয়া যাচ্ছে একদম সাধারন পোশাকে। সব মিলিয়ে চরিত্রটি যে বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তা বলাই বাহুল্য।
আভেরী সর্বশেষে অভিনয় করেছিলেন ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে। কিছুদিনের মধ্যেই হইচই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ‘ভূত তেরিকি’, যেখানে ভূতের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। মজার অথচ ভয়ের এই সিরিজ হইচইতে মুক্তি পাবে আগামী ১২ সেপ্টেম্বর।
আরও পড়ুন: 'এমন গল্প আগে দেখেননি...', জোয়ার- ভাঁটা নিয়ে উচ্ছ্বসিত শ্রুতি- আরাত্রিকারা
আরও পড়ুন: ‘কেউ যোগাযোগ করবেন না…’, ঘোর বিপদে দেবচন্দ্রিমা, পাশে দাঁড়ালেন শ্রুতি
জি বাংলা সোনার চ্যনেলে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ‘বেদিনী জ্যোৎস্নার অমর প্রেম’, ‘শ্রীমান ভগবান দাস’। আগামী দিনে এই চ্যানেল নিয়ে আসছে আরও নতুন দুটি শো 'আক্কেল গুডুম’ এবং সঙ্গীতভিত্তিক ভোরের শো ‘সোনার সকাল’।