২০২৩ সালে সর্বশেষ ছোট পর্দায় অভিনয় করেছিলেন শ্রুতি দাস। এরপর ওয়েব সিরিজ আর বড় পর্দায় চুটিয়ে অভিনয় করেছেন শ্রুতি। তবে ছোট পর্দার দর্শকরা বারবার শ্রুতিকে জানিয়েছিলেন, তাঁরা ভীষণভাবে মিস করছেন অভিনেত্রীকে। অন্যদিকে শ্রুতিও হয়তো ছোট পর্দাকে মিস করছিলেন তাই দু'বছর পর আবার তিনি ফিরে এলেন ছোটপর্দায়।
গতকাল অর্থাৎ ৮ সেপ্টেম্বর থেকে জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘জোয়ার ভাটা’। এই ধারাবাহিকে দুই বোনের মধ্যে বড় বোনের চরিত্রে অভিনয় করছেন শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতি। খুব স্বাভাবিকভাবেই আবার সেই পুরনো যাত্রা নতুনভাবে শুরু করতে পেরে ভীষণ খুশির শ্রুতি। স্ত্রীর আনন্দে আনন্দিত স্বামী স্বর্ণেন্দুও।
আরও পড়ুন: ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে?
আরও পড়ুন: ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? রইল হদিশ
সোশ্যাল মিডিয়ায় জীবনসঙ্গিনীকে নিয়ে একটি খোলা চিঠি লেখেন স্বর্ণেন্দু। তিনি লেখেন, ‘ফিরে আসা সব সময় সুখকর। এই লড়াইয়ের একটা আলাদাই মজা আছে। আর তোমার লড়াইয়ের কথা তুমি সব থেকে ভালো জানো। নিশার লড়াইটা যেন আরও কঠিন! কোনও কিছু নিয়ে ধৈর্য ধরে পড়ে থাকা কাকে বলে সেটা আলাদা করে তোমাকে আর বলার প্রয়োজন নেই।’
স্ত্রীকে উদ্দেশ্য করে স্বর্ণেন্দু আরও লেখেন, ‘মন থেকে অভিনয় করার, আলাদা কিছু করার সেই জেদ ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে ধরেই রেখেছিলে তুমি, এই জেদ ধরে রাখবে নিশার মধ্যেও। এভাবে বারবার ফিরে এসো তোমার অভিনয়ের খিদে মেটাতে!! শুভেচ্ছা এবং ভালোবাসা।’
আরও পড়ুন: 'এমন গল্প আগে দেখেননি...', জোয়ার- ভাঁটা নিয়ে উচ্ছ্বসিত শ্রুতি- আরাত্রিকারা
আরও পড়ুন: ‘কেউ যোগাযোগ করবেন না…’, ঘোর বিপদে দেবচন্দ্রিমা, পাশে দাঁড়ালেন শ্রুতি
স্বামীর পোষ্টের কমেন্টে আবেগতাড়িত শ্রুতি লেখেন, ‘পাশে থেকো এভাবেই।’ প্রসঙ্গত, শুধু জীবনের শুরু নয় অভিনয় জীবনের শুরুটাও স্বর্ণেন্দুর হাত ধরেই করেছিলেন শ্রুতি। স্ত্রীর জীবনকে খুব কাছ থেকে দেখেছেন স্বর্ণেন্দু আর তাই আবার ছোট পর্দায় শ্রুতিকে ফিরে আসতে দেখে ভীষণ খুশি পরিচালক।
উল্লেখ্য, গতবছর অর্থাৎ ২০২৪ সালের ৯ জুলাই সাত পাকে বাঁধা করেছিলেন শ্রুতি এবং স্বর্ণেন্দু। বিয়ের দিন রুপোর গয়নায় সেজেছিলেন অভিনেত্রী। পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে খুব সাদামাটাভাবে বিয়ে সারেন তাঁরা।