মঙ্গলবার এনডিএ মনোনীত প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ বিরোধী ইন্ডিয়া ব্লকের বি সুদর্শন রেড্ডিকে পরাজিত করে ১৫তম উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই রাধাকৃষ্ণণকে বিজয়ী ঘোষণা করা হয়।
এনডিএ-সমর্থিত প্রার্থী রাধাকৃষ্ণণ ৪৫২ ভোট পেয়েছেন, আর সুদর্শন রেড্ডি ৩০০ ভোট পেয়েছেন। ক্ষমতাসীন এনডিএ জোট ১৭ আগস্ট মহারাষ্ট্রের গৌন্দর-কঙ্গু ভেল্লার সম্প্রদায়ের ওবিসি সদস্য সিপি রাধাকৃষ্ণণকে তাদের উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বেছে নিয়েছিল। তিনি সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সুদর্শন রেড্ডির বিরুদ্ধে সফলভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। উল্লেখ্য সুদর্শন রেড্ডি দক্ষিণ ভারতের বাসিন্দা।
( AC Blast Case: ভোর রাতে এসি বিস্ফোরণে মা,বাবা, মেয়ের মৃত্যু! প্রাণে রক্ষা পেল ছেলে! কীভাবে?)
এদিন, উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে, রাজ্যসভা এবং লোকসভার সকল সদস্য ইলেক্টোরাল কলেজে ছিলেন। কংগ্রেস জানিয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩১৫ জন বিরোধী সাংসদ ভোট দিতে উপস্থিত ছিলেন। লোকসভা এবং রাজ্যসভার সদস্যদের নিয়ে গঠিত ইলেক্টোরাল কলেজের সংখ্যা ছিল ৭৮১।
সিপি রাধাকৃষ্ণাণ সম্পর্কে একনজরে কিছু তথ্য:-
১৯৫৭ সালে ২০ অক্টোবর তামিলনাড়ুর তিরুপ্পুরে জন্ম রাধাকৃষ্ণাণের। এককালে টেবিল টেনিসে কলেজ চ্যাম্পিয়ন ছিলেন। বিবিএর এই ছাত্র, তামিলনাড়ুর থোথুকুড়ির ভিও চিদাম্বরম কলেজ থেকে উচ্চশিক্ষা লাভ করেন। উইকিপিডিয়ার তথ্য বলছে, ১৬ বছর বয়স থেকেই তাঁর সঙ্গে আরএসএস ও বিজেপির যোগ রয়েছে। এককালে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ঘনিষ্ঠ রাধাকৃষ্ণাণ ১৯৯৮ সালে লোকসভার সদস্য হন। তামিলভূমের কোয়েম্বাটুর কেন্দ্রে ডিএঅমকের রামনাথনকে হারিয়ে এই পদ পান। এরপর একের পর এক দায়িত্বের মাঝে সামলেছেন মহারাষ্ট্রের রাজ্যপালের দায়িত্বও। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণাণের পরিবার। জানা যায় তিনি ক্রীড়া বিষয়ে বেশ উৎসাহী।
(এই প্রতিবেদন এআই জেনারেটেড)