অনেকেই দেখা যায় নতুন গাড়ির সামনে অথবা পিছনে ঈশ্বরের নাম খোদাই করতে। এই কাজ আপাতদৃষ্টিতে শুভ বলে মনে করা হলেও প্রেমানন্দ জি মহারাজ যা বললেন তা কিন্তু আপনার এই দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। জেনে নিন প্রেমানন্দ জি মহারাজ কী বললেন এই প্রসঙ্গে?
গাড়ির ড্যাশবোর্ডে ঈশ্বরের মূর্তি রাখা অথবা গাড়ির সামনে এবং পেছনে ঈশ্বরের নাম লিখতে দেখা যায় অনেককে। অনেকেই মনে করেন, এইভাবে ঈশ্বরের নাম খোদাই করা থাকলে কোনও সমস্যা হবে না অদূর ভবিষ্যতে। কিন্তু হয়তো আপনি জানেন না আপনি যা করছেন তা একেবারে ভুল।
আরও পড়ুন - মহালয়ার আগেই লাকি ৪ রাশি, মিটবে ঘরোয়া বিবাদ, হাতে আসবে পাওনা টাকা! অফিসেও সুখবর
বৃন্দাবনের গুরুজি প্রেমানন্দ জি মহারাজ বলেন, ‘অনেকেই আছেন যারা সাইকেল অথবা গাড়ি কিনে পুজো করেন। মানুষের বিশ্বাস, সঠিকভাবে আরাধনা করলে জড়বস্তুতেও ঈশ্বরের অনুভূতি আসে। এই বিশ্বাসকে সঙ্গে নিয়েই অনেকেই গাড়িতে ঈশ্বরের নাম খোদাই করে থাকেন।’
মহারাজ বলেন, ‘আপনি হয়তো জানেন না এই ব্যাপারটা একেবারেই উচিত নয়। আপনি গাড়িতে ঈশ্বরের মূর্তি যদি ঝুলিয়ে রাখেন বা এমনি রাখেন তাতে কোনও অসুবিধা নেই। কিন্তু গাড়িতে ঈশ্বরের নাম খোদাই করা একেবারেই উচিত নয়। নাম লেখা শুভ কিন্তু আপনার নতুন গাড়িতে ঈশ্বরের নাম লেখা উচিত নয়।’
আরও পড়ুন - বাথরুমের দরজা খোলা রাখেন? বাস্তুমতে হতে পারে এইসব অমঙ্গল, জেনে নিন প্রতিকার
সবশেষে তিনি বলেন, ‘ঈশ্বরের নামের অভিষেক করে সেই চরণামৃত আমরা পান করি। তাই এই নামকে সম্মান করতে শিখুন। যেখানে সেখানে ঈশ্বরের নাম লিখবেন না। যখন গাড়িতে জল পড়বে, সেই জল লাগবে খোদাই করা নামে, আবার সেটাই মাটিতে পড়বে বা পায়ে পড়বে, যেটা উচিত নয়।’
‘ইচ্ছে হলে ঈশ্বরের ছবি টাঙাতে পারেন। মনে রাখবেন গাড়িও কিন্তু ঈশ্বরের একটি রূপ। তাই মনে মনে ভক্তি রাখুন সেটাই আপনাকে যে কোনও বিপদের হাত থেকে বাঁচাবে।’