এই মুহূর্তে ‘রঘু ডাকাত’ ছবির গোটা টিম ভীষণ ব্যস্ত প্রচার নিয়ে। কখনও মালদায় ছুটছেন তাঁরা কখনও আবার পুজো দিচ্ছেন উত্তরবঙ্গের কালীবাড়িতে। এবার নদীর ধারে বসে ‘ঝিলমিল’ গানের তালে তালে সুর মেলালেন কলা কুশলীরা।
নিলয়ন ভিডিয়োটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, সাদা জামা পরে নদীর ধারে বসে রয়েছেন সুরকার। কপালে তিলক আঁকা। পাশেই বসে রয়েছেন ওম, রঘু ডাকাত লেখা জামা পরে প্রকৃতির মজা নিচ্ছেন তিনি। ওমের পাশে চেয়ার নিয়ে বসে রয়েছেন সোহিনী এবং দেব।
আরও পড়ুন: ফের ধারাবাহিকে ফিরতে চলেছেন শোলাঙ্কি, বিপরীতে থাকবেন কে?
আরও পড়ুন: ‘শতরূপে উত্তম’! উত্তম কুমারের ৩০টি অনবদ্য ছবি দেখতে পাবেন একসঙ্গে, কোথায়? রইল হদিশ
দেবের পাশেই বসে রয়েছেন ইধিকা। নদীর পাশে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই আচমকা গান গাইতে শুরু করেন তাঁরা। ভিডিয়োয় দেখা যায় আরও বেশ কয়েকজন ক্রু মেম্বারদের।
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা আরও একবার গানের প্রশংসায় পঞ্চমুখ হন। অভিনেত্রী মিমি দত্ত কমেন্ট করে জানান, ‘মিস করলাম সবাইকে’। কমেন্ট করতে দেখা যায় ওমকেও।
প্রসঙ্গত, ইতিমধ্যেই ছবি দুটি গান মুক্তি পেয়েছে। মুক্তি পেয়েছে ছবির টিজার। প্রকাশ্যে এসেছে কলাকুশলীদের প্রথম লুক। ইধিকা-সোহিনীর পাশাপাশি নজর কেড়েছেন রুপা গঙ্গোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২ অক্টোবর।
উল্লেখ্য, কিছুদিন আগেই ট্রেলার লঞ্চ অনুষ্ঠান নিয়ে কথা বলার জন্যই কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেছিলেন দেব। কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে একটি বিশেষ বৈঠক সারেন অভিনেতা। ‘ধূমকেতু’ ট্রেলার লঞ্চের মতোই ‘রঘু ডাকাত’ ট্রেলার লঞ্চকেও একটি উৎসবে পরিণত করতে চাইছেন দেব।
আরও পড়ুন: 'এমন গল্প আগে দেখেননি...', জোয়ার- ভাঁটা নিয়ে উচ্ছ্বসিত শ্রুতি- আরাত্রিকারা
আরও পড়ুন: ‘কেউ যোগাযোগ করবেন না…’, ঘোর বিপদে দেবচন্দ্রিমা, পাশে দাঁড়ালেন শ্রুতি
দর্শক এবং অতিথিদের পূর্ণ নিরাপত্তা নিয়ে কড়া নজরদারি যাতে থাকে, সেই বিষয় নিয়েই পুলিশের সঙ্গে কথা বলেন তিনি। সব থেকে বড় কথা, আসন্ন ট্রেলার লঞ্চ অনুষ্ঠান যাতে একেবারে নির্বিঘ্নে ঘটতে পারে তার জন্যই এই আলোচনার আয়োজন করেন দেব।
আলোচনার শেষে কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন দেব। ক্যাপশনে তিনি লেখেন, ‘কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে রঘু ডাকাত ট্রেলার লঞ্চ নিয়ে বিস্তারিত কথা হয়েছে। সমস্ত নিয়ম এবং প্রটোকল মেনেই করা হবে এই অনুষ্ঠান। প্রত্যেক মানুষের নিরাপত্তাই আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়।’