গত ১৮ জুলাই বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘সাইয়ারা’। ছবিটি বক্স অফিসে কয়েক কোটি টাকার ব্যবসা করেছে। ছবিটি দেখে নিজেদের মত প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে তারকা সকলেই। এবার এই ছবিটি নিয়ে একটি পোস্ট করলেন লারা দত্ত। কী লিখলেন তিনি?
তবে আহান পান্ডে নয়, আহান পান্ডের মা ডিন পান্ডেকে নিয়ে একটি বড় পোস্ট করেন লারা দত্ত। বহুদিনের বন্ধুর সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘গতকাল আমি ওর ছেলের সিনেমাটি দেখলাম। আহানকে আমি ছোটবেলা থেকে চিনি, ওর ছোট থেকে বেড়ে ওঠাটা ভিষণ আনন্দের ছিল। ও যে একজন সুপারস্টার হতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই। তবে আমার এই পোস্ট ওর মায়ের জন্য।’
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
লারা লেখেন, ‘ডিপি (আমি ওকে এই নামেই ডাকি) ২৫ বছরের বেশি সময় ধরে আমাদের বন্ধুত্ব। আমি যখন কিশোর বয়সে প্রথম মুম্বইতে আসি তখন কাউকে চিনতাম না। তখন ও আমার পাশে ছিল। সবসময় আমার খোঁজ খবর রাখত। আমার পরিবারের মতো আমার খেয়াল রাখত। আমি যখন মিস ইন্ডিয়া এবং মিস ইউনিভার্স জিতি, তখন ও আমার সঙ্গে ছিল এবং সব সময় আমার সঙ্গ দিয়েছিল।’
ডিন পান্ডেকে নিয়ে লারা লেখেন, ‘আমার বিয়ে, মেয়ের জন্ম এবং সম্প্রতি আমার বাবা-মা হারানোর সময় একমাত্র আমার সঙ্গে ছিল। আমাকে সাহস যুগিয়েছিল ভালবাসার সঙ্গে। আমি ওকে দেখেছি সব সময় অক্লান্ত পরিশ্রম করতে। সব সময় বিনা স্বার্থে আমাকে সাহায্য করতে। ওর সমস্ত স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখে আমি ভীষণ খুশি।’
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
সবশেষে অভিনেত্রী লেখেন, ‘তোমার বাচ্চারা যা অর্জন করেছে তাতে আমি খুবই গর্বিত। আমি জানি তুমি কতটা কঠোর পরিশ্রম করেছ ওদের সাফল্যের জন্য। আমি আশা করি তোমার অসাধারণ বাচ্চারা যে সমস্ত সাফল্য অর্জন করবে তা অবশ্যই তোমার ভালো কর্ম এবং তোমার ব্যক্তিত্বের প্রতিফলন হবে।’