ভারতে প্রথমবার সুপারনোভা স্টেন্ট রিট্রিভারের বহু-কেন্দ্রিক পরীক্ষায় সফলভাবে অংশ নিল সিকে বিড়লা হাসপাতাল। এই বহু-কেন্দ্রিক ক্লিনিকাল পরীক্ষাটি দেশে স্ট্রোকের চিকিৎসা এবং চিকিৎসা উদ্ভাবনের জন্য একটি যুগান্তকারী অর্জন। পূর্ব ভারতের একমাত্র এই হাসপাতালই পরীক্ষাটিতে অংশ নিয়েছিল।
স্নায়ুবিদ্যার অধ্যাপক এবং কনসালটেন্ট নিউরো-ইন্টারভেনশনালিস্ট ডঃ দীপ দাস বলেন, ‘এই যুগান্তকারী পরীক্ষাটি ভারতে প্রথমবারের মতো একটি নতুন স্টেন্ট রিট্রিভার ডিভাইসের কার্যকারিতা যাচাইয়ের জন্য পরিচালিত একটি বহু-কেন্দ্রিক গবেষণা। এটি উচ্চ-মানের চিকিৎসা গবেষণা এবং ডিভাইস যাচাই করার ব্যাপারে ভারতের ক্রমবর্ধমান সক্ষমতার প্রমাণ।’
এই স্টেন্ট রিট্রিভারটি স্ট্রোকের ইন্টারভেনশন ডিভাইসের খরচ ৫০ শতাংশেরও বেশি কমানোর জন্য ডিজাইন করা হয়েছে। উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি এই ডিভাইসটি ভারতীয় রোগীদের বড় ধমনীর ব্লকেজগুলি ঠিক করতে মূলত চিকিৎসা করবে। পাশাপাশি অস্ত্রোপচারের সুরক্ষা মান বজায় রেখে সাফল্যের হার সর্বোচ্চ করবে। গ্লোবাল প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ডঃ দিলীপ ইয়াভগালের কথায়, আমরা স্ট্রোকের চিকিৎসা সাশ্রয়ী করে তুলছি। তখন ভারতীয় রোগীদের কাছে এটি আরও সহজলভ্য হবে।
ইউনিট হেড মিঃ সোমব্রত রায় বলেন, ‘আমরা, আমাদের স্নায়ু-সম্পর্কিত চিকিৎসার ক্ষমতা বাড়ানোর দিকে মনোনিবেশ করছি। এই পরীক্ষাটি আমাদের সেই প্রতিশ্রুতির একটি প্রমাণ ছিল। পূর্ব ভারত থেকে একমাত্র হাসপাতাল হিসাবে এই পরীক্ষায় অংশ নিয়ে আমরা সেই দায়িত্বটি বহন করছি।’
পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হওয়ার পর, স্থানীয়ভাবে দ্রুত উৎপাদন শুরু করার দিকে মনোযোগ দেওয়া হয়েছে। এই দ্রুত পরিবর্তন কেবল ডিভাইসের সময়মতো সহজলভ্যতা নিশ্চিত করে না, বরং চিকিৎসার যন্ত্র উৎপাদনে ভারতের সম্ভাবনাকেও শক্তিশালী করে, যা সরকারের "মেক ইন ইন্ডিয়া" উদ্যোগের একটি উদাহরণ।
ডঃ শাশ্বত এম. দেশাই বলে, এই পরীক্ষার মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে ভারত উন্নত চিকিৎসা প্রযুক্তির উন্নয়ন ও যাচাইকরণে নেতৃত্ব দিতে প্রস্তুত। গ্র্যাভিটি মেডিকেল টেকনোলজি দ্বারা তৈরি এই ডিভাইসটি ভারতে উন্নত স্ট্রোকের যত্নের জরুরি প্রয়োজন মেটাবে। প্রতি বছর স্ট্রোকে ১৭ লক্ষ মানুষ আক্রান্ত হন। সময় মতো থ্রম্বেক্টোমির সুযোগ বাড়বে এতে। ডিভাইসটি অসংখ্য জীবন বাঁচাতে সক্ষম।