বাঙালি কি হারিয়ে ফেলছে বাঙালিয়ানা? বাংলাভাষা নিয়ে সঙ্কট ছিলই, বাঙালি সংস্কৃতিও তার পাশাপাশি যেন পাল্টে যাচ্ছে দিনদিন। বাঙালি বিয়ের মধ্যে ঢুকে পড়ছে মেহেন্দি, সঙ্গীত। পশ্চিমীকরণ হচ্ছে বহু বাঙালি রীতির। গ্রামবাংলার প্রাচীন পরব শহুরে বাঙালির কাছে দিনদিন হয়ে উঠছে গেঁয়ো ও এড়িয়ে চলার বস্তু। সুতানুটি পরিষদ বিশেষ আলোচনাসভায় এই বছরের বিষয় ছিল বাংলা ও বাঙালির সংস্কৃতি সঙ্কট।
বাঙালির কি বাঙালিয়ানা একুশ শতকে অবলুপ্তির পথে? যদি বাঙালিয়ানার কথাই ওঠে, তবে আদতে বিষয়টি কী? রবীন্দ্রনাথের মতো প্রবাদপ্রতিম ব্যক্তিত্বরা কীভাবে বজায় রেখেছিলেন বাঙালিয়ানা? এমনই নানা প্রশ্ন ও তাঁর উত্তর খোঁজার চেষ্টা চলল আলোচনাসভায়। শোভাবাজারে ছাতুবাবু-লাটুবাবুর ঠাকুরদালানে আয়োজিত এই আলোচনাচক্র তথা আড্ডা জমজমাট হয়ে ওঠে।
'সুতানুটি পরিষদ’ আয়োজিত এই আলোচনাচক্রে যোগ দিয়েছিলেন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অনিন্দ্য মিত্র, কলকাতায় ভারতীয় সংগ্রহালয়ের প্রাক্তন অধিকর্তা অনুপ মতিলাল, বিশিষ্ট রবীন্দ্র গবেষক পীতম সেনগুপ্ত। আড্ডা শেষে পুরোনো দিনের বাঙালিয়ানাই ধরা দেয় ভুড়িভোজের পাতে।