হৃতিক রোশন অভিনীত ছবি ‘ওয়ার ২’ মুক্তি পেতে চলেছে আগামী ১৪ আগস্ট। ছবি মুক্তির আগে হিন্দি তামিল এবং তেলুগু এই তিন ভাষায় মুক্তি পেয়েছে সিনেমার অন্যতম গান ‘আওয়ান জাওয়ান’। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেছেন এই গানটি। এক কথায় বলা চলে, গানটি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।
তবে গানটির যথার্থতা তখনই সম্ভব হয়েছে যখন এই গানের তালে তালে নাচ করতে দেখা গেল হৃতিক রোশনের মা পিঙ্কি রোশন এবং বাবা রাকেশ রোশনকে। কিছুদিন আগেই হৃতিক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেন যেখানে দেখা যায়, অভিনেতার মা ৭০ বছর বয়সে কি অসাধারণভাবে নেচে দেখাচ্ছেন ছেলের ছবির গানের তালে তালে।
আরও পড়ুন: আদর্শ শত্রু হলে কী বদলে যায় জীবন? ‘ধুমকেতু’-র ট্রেলার যেন হাজার প্রশ্নের উপাখ্যান
আরও পড়ুন: 'তুই কিন্তু বেশ ঝামেলায় পরে গেলি..', শুভশ্রীর সামনেই দেবকে সাবধানবানী কৌশিকের! কী হল আচমকা?
মায়ের নাচের ভিডিয়ো শেয়ার করে অভিনেতা লিখেছিলেন, ‘তুমি জানো গানটি চার্ট বাস্টার হয়ে ওঠে যখন তোমার মা গানের তালে তালে নাচের স্টেপ শেখার জন্য সারাদিন ব্যয় করেন। সত্যি এটা অনেক বড় প্রাপ্তি। মা তুমি অসাধারণ। আমি তোমাকে ভীষণ ভালোবাসি।’
এবার গানের তালে তালে নাচ করতে দেখা গেল রাকেশ রোশনকে। একটি লাল রঙের শার্ট এবং নীল রঙের প্যান্ট পরে ছেলের আসন্ন মুক্তিপ্রাপ্ত গানের তালে তালে নাচ করে দেখালেন রাকেশ রোশন। সদ্য অপারেশন করিয়ে সুস্থ হয়েছেন তিনি। এর মধ্যেই যেভাবে তিনি নাচ করে দেখালেন, তা সত্যি প্রশংসার যোগ্য।
বাবার নাচের ভিডিয়ো শেয়ার করে হৃতিক লেখেন, ‘অসাধারণ। হাহাহা। সবথেকে দুর্দান্ত। বাবা তুমি ফাটিয়ে দিয়েছো। কি উদ্দাম। কি উন্মাদনা। বাবাও কিছু কম যায় না। এর থেকে আনন্দের আর কি হয় একটা ছেলের কাছে।’
আরও পড়ুন: ‘ধুমকেতু’ ট্রেলার লঞ্চে একে অপরকে আবার ফলো করলেন দেব-শুভশ্রী, তুললেন সেলফিও
আরও পড়ুন: অবশেষে অপেক্ষার অবসান! ১০ বছর পর এক মঞ্চে দেব-শুভশ্রী, তৈরি হল ইতিহাস
প্রসঙ্গত, ‘ওয়ার ২’ ছবিতে হৃতিক ছাড়া অভিনয় করছেন কিয়ারা আডবানি। অভিনয় করতে দেখা যাবে দক্ষিণী অভিনেতা জুনিয়ার এনটিআরকে। আগামী ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবিটি।