৯ বছর পর হতে চলেছে অপেক্ষার অবসান। বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’। কিন্তু ওই একই দিনে ১৪ অগস্ট মুক্তি পেতে চলেছে হিন্দি চলচ্চিত্র ‘ওয়ার ২’ এবং কুলি। খুব স্বাভাবিকভাবেই একটি হিন্দি এবং একটি বাংলা ছবি যখন একসঙ্গে মুক্তি পায়, তখন প্রাধান্য পায় হিন্দি ছবিটি।
‘ওয়ার ২’ ছবি অতিরিক্ত শো পাওয়ায় কিছুদিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছিলেন দেব থেকে শুরু করে প্রসেনজিৎ সকলেই। বাংলা ছবির পাশে দাঁড়ানোর জন্য আর ধুমকেতুর মতো ছবিকে অতিরিক্ত শো দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন তাঁরা। বাংলা তারকা পরিচালক এবং প্রযোজকদের আবেদন মেনে ঠিক করা হয়, হিন্দি এবং বাংলা দুটি সিনেমায় সমান সমান শো পাবে।
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
তবে এর মধ্যেই যা জানা গেল তার রীতিমতো অবাক করে দেওয়ার মতো। একটি বাণিজ্যিক সূত্র বলিউড হাঙ্গামাকে জানিয়েছে, ধুমকেতু, ওয়ার ২, কুলি একই দিনে অর্থাৎ আগামী বৃহস্পতিবার মুক্তি পাওয়ার কথা। তিনটি ছবি নিয়েই ভক্তদের মধ্যে সমান উত্তেজনা ছিল কিন্তু এই মুহূর্তে ধুমকেতুর অগ্রিম টিকিট বিক্রির নিরিখ সকলকে অবাক করে দিয়েছে।
বাণিজ্যিক সূত্র থেকে আরও জানা গিয়েছে, ১১ আগস্ট অর্থাৎ সোমবার সকাল ১১টার মধ্যে প্রায় ২১ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে ধুমকেতুর। প্রতি ঘন্টায় সেই সংখ্যা আরও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অন্যদিকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ‘ওয়ার ২’ ছবির প্রায় ৫৫০০ টিকিট বিক্রি হয়েছে।
সূত্র আরও জানিয়েছে, যশ রাজ ফিল্মসের তৈরি ছবির প্রতি মানুষের আগ্রহ চিরকালই বেশি কিন্তু ধুমকেতুর অগ্রিম বুকিং দেখে মনে হচ্ছে, এবার তার ব্যতিক্রম হতে চলেছে। ৯ বছর পর ধুমকেতুর মুক্তি কার্যত ধুয়ে মুছে সাফ করে দিতে পারে অন্য ছবির ব্যবসাকে।
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
প্রসঙ্গত, কলকাতার সিঙ্গল স্ক্রিন প্রাচী, অশোকা এবং মেনোকার মতো সিনেমা হলগুলিতে ওয়ার ২ ছবির জন্য ৩টি শো এবং ধুমকেতুর জন্য ১টি শো বরাদ্দ করা হয়েছে। জয়ন্তী এবং বিনোদিনীতে ধূমকেতুকে দুটি শো দেওয়া হয়েছে। নবীনা এবং উমা টকিজে ধুমকেতু এবং কুলি দুটি করে শো পেয়েছে।
আইকনিক প্রিয়া সিনেমা হলে ‘ওয়ার ২’ ৩টি শো, ‘ধুমকেতু’ ১টি শো এবং মহাবতার নরসিংহ সকালের একটি শো পেয়েছে। ইতিমধ্যেই নবীনা সিনেমা হলে ধুমকেতুর দুটি শো এবং বিনোদিনীতে বিকেলের শো হাউসফুল হয়ে গিয়েছে। অর্থাৎ মুক্তির তিন দিন আগেই রেকর্ড সংখ্যক টিকিট বিক্রি হয়ে গিয়েছে ধুমকেতুর।