বলিউড অভিনেতা আহান পান্ডে বর্তমানে তাঁর 'সাইয়ারা' ছবির জন্য চর্চায় রয়েছেন। আহান সেই সব তারকা সন্তানদের মধ্যে একজন যাঁরা তাঁর প্রথম ছবি মুক্তির সঙ্গে সঙ্গেই রাতারাতি স্টার হয়ে উঠেছেন। অনীত পান্ডার সঙ্গে তাঁর এই ছবি ‘সাইয়ারা’ মুক্তির পর তাঁর ফ্যান ফলোয়িং দারুণ ভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি যেখানেই যান না কেন, ভক্তরা তাঁকে এক ঝলক দেখার জন্য মরিয়া হয়ে ওঠেন। সম্প্রতি আহানের এমন একটি পোস্ট সমাজমাধ্যমে ভাইরাল।
আরও পড়ুন: 'সমকামী হওয়া মজার, কিন্তু এখন আমার স্ত্রী-সন্তান নিয়ে সংসার করার সময়…', জন্মদিনে কেন এমন লিখলেন ওরি?
আরও পড়ুন: 'দিদি নম্বর ১ বন্ধ হলে আন্দোলনও শুরু হতে পারে...', লোকসভায় কম হাজিরা নিয়ে সাফাই রচনার
ভক্তদের মন জয় করলেন আহান পান্ডে
সোশ্যাল মিডিয়ায় আহান পান্ডের একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছিল আহান তাঁর গাড়ি করে কোথাও যাচ্ছিলেন। সেই সময় তাঁর ভক্তরা তাঁকে ঘিরে ধরেন।
আরও পড়ুন: দেব-শুভশ্রী এক হতেই রাজ-রুক্মিণীকে নিয়ে মিমের বন্যা, ‘নোংরামি…’, মুখ খুললেন দেব
পথে দ্রুত তাঁর গাড়িটি সেখান থেকে সরিয়ে নেওয়ার পরিবর্তে, আহান তাঁর গাড়ির জানালার কাচ নামিয়ে বাইকে থাকা এক ভক্তের মোবাইল ফোনে তাঁকে সেলফি তুলতে দেন। চলন্ত গাড়িতে থাকার সত্ত্বেও আহান যে ভাবে ভক্তদের সঙ্গে মিশে যান তা সর্বত্র প্রশংসিত হচ্ছে।
আরও পড়ুন: 'যদি শরীর দেখিয়ে কাজ করতে হয়…', ইন্ডাস্ট্রিতে কম্পোমাইজ প্রসঙ্গে মুখ খুললেন শ্বেতা
আরও পড়ুন: রবিবারও বক্সঅফিসে ‘মহাবতার নরসিংহ’-এর দাপট! 'সন অফ সর্দার ২' থেকে ‘ধড়ক ২’ কত আয় করল?
আহান পান্ডের এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল। ব্যবহারকারীরা এতে মন্তব্য করেছেন, তাঁরা ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেতাকে। একজন ব্যবহারকারী এতে মন্তব্য করে লিখেছেন, ‘সুদর্শন, এত ভদ্র, নম্র এবং মাটির সঙ্গে মিশে থাকা মানুষ। আহান তুমি আমাদের সকলের মন জয় করেছ।’ অন্য একজন লেখেন, 'খুব কিউট এবং একেবারে মাটির সঙ্গে মিশে থাকে, আমি আহানকে তাঁর ডাবস্ম্যাশের দিন থেকে ফলো করে আসছি। ওঁকে খুশি দেখে আমাদের মতো ভক্তরাও খুশি হন।' একজন বলেছেন- 'খুব কিউট, এত কিউট, এত সাবলীল, এত পিওর। ঈশ্বর ওঁকে অপরিসীম আশীর্বাদ করুন।' আর একজন লেখেন, 'নতুন প্রজন্মের মধ্যে এমন ছেলেরা কোথায়, কী ভদ্রলোক।'