বাংলা ছবির দুনিয়ায় শতাব্দী রায় এক উজ্জ্বল নক্ষত্র। 'গুরুদক্ষিণা' থেকে 'আপন আমার আপন', 'মঙ্গলদীপ'-সহ নানা হিট ছবি দিয়ে বাংলার নম্বইয়ের দশক মাতিয়ে রেখেছিলেন। তাঁর গ্ল্যামারে মুগ্ধ ছিল বাংলার বিনোদনপ্রেমীরা। কিন্তু তিনি কার প্রেমে পাগল ছিলেন জানেন? এবার সেই গল্পই ভাগ করে নিলেন নায়িকা।
আরও পড়ুন: দিব্যজ্যোতির সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় ডেবিউ অঙ্কিতার? রানার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে রহস্য
৬ অগস্ট অভিনেত্রী একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে তিনি তাঁর সেই প্রেমের গল্প অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। তিনি ভিডিয়োয় বলেন, ‘আজ একটা মজার গল্প বলি। আমি একটি গায়কের প্রেমে পড়েছিলাম। এই গল্প কেউ জানে না কোনও দিন কাউকে বলিনি। সেই প্রেমটাও এক তরফা ছিল। আজও পর্যন্ত সে জানেন না। তিনি বাংলা ছবিতেও গান গেয়েছেন। আর তিনি একবার একটি গানের মধ্যে দু’লাইন ভুল গেয়েছিলেন বলে, ‘সরি সরি’ বলেছিলেন। আমি ওই ক্যাসেটটা যেখানে তিনি 'সরি সরি' বলেছিলেন সেটা দিনে বহুবার শুনতাম। তারপর ওঁর একটি সাক্ষাৎকার ও ছবি প্রকাশ্যে আসে। ওঁকে দেখে আমি আরও পাগল হয়ে গিয়েছিলাম। ওঁর মা অভিনেত্রী ছিলেন। তিনি আমাদের সঙ্গে অভিনয় করতেন। আমার তখন ১৭-১৮ বছর বয়স। আমার ধারণা ছিল ওঁর বয়স ২৪-২৫ বছর। আমি ভাবতাম তাহলে বিয়ে হবে, প্রেম হবে।'
তিনি আরও বলেন, 'তো একবার ওঁর মাকে আমি গিয়ে বলি যে, ‘শোনো আমি ওঁর সঙ্গে যোগাযোগ করতে চাই।’ তখন তিনি বলেন, ‘তুই কি ভাবছিস?’ তখন আমি বলি, ‘ওঁর নিশ্চয়ই ২৪-২৫ বছর বয়স।’ তখন তিনি বলেন, 'না ও অনেক বড়'। তখন আমি বলি যে, ‘তুমি জানো না’। তিনি তখন বলেন, ‘আমি মা, আমি জানি না, তুই জানিস’। তো আমি বলি, 'না এ রকম হতে পারে না। ও এত সুন্দর, আমি পাগল ওঁর জন্য।' এরপর আমি একদিন শুনি ওই গায়ক টালিগঞ্জের একটি স্টুডিয়োয় রেকর্ডিং করতে আসছে। আমি শ্যুটিং ছেড়ে সেখানে গিয়ে বসে রইলাম। প্রথম আসছে, সামনে থেকে দেখব। তারপর তিনি এলেন, আমি দূর থেকে দেখলাম। জানি না কেন সেদিন আমার আর সেই আগের মতো করে ভালো লাগল না। আমার স্বপ্ন যা ছিল ওঁর সম্পর্কে, তা ভেঙে গেল। আমি দেখাও করলাম না, কথাও বললাম না, চলে এলাম। তারপর তাঁর ছবি এখনও দেখতে পাই, গান এখনও শুনতে পাই, আর মাঝে মাঝে ভাবি আমি সত্যি একটা সময় ওঁর জন্য এমন পাগল ছিলাম।' যদিও সেদিন তিনি এটুকু গল্প ভাগ করে নিয়ে দর্শকদের সেই গায়কের নাম আন্দাজ করতে বলেন।
তবে কে সেই গায়ক অবশেষে সোমবার একটি পোস্টের মাধ্যমে জানালেন নায়িকা। তিনি বলেন, ‘আগের ভিডিয়োয় বলেছিলাম এক গায়কের প্রেমে পড়েছিলাম, কিন্তু তাঁর নামটা বলিনি। ওঁর বাবা বিখ্যাত গায়ক, মা অভিনেত্রী আগেই বলেছি। তাঁর বাবার নাম কিশোর কুমার, তাঁর মায়ের নাম উমা গুহঠাকুরতা। আর তাঁর নাম নাম হল অমিত কুমার।’