গত ১৮ জুলাই মুক্তি পেয়েছে অনুপম খের পরিচালিত এবং অভিনীত ছবি ‘তানভি দ্যা গ্রেট’। যদিও সাইয়ারা ছবির ঝড়ে একেবারে উড়ে গিয়েছে এই ছবির বক্স অফিসের পরিমাপ, তাও নিজের ছবি নিয়ে বেশ খুশি পরিচালক। একজন পরিচালক হওয়ার পাশাপাশি অনুপম একজন সক্রিয় সোশ্যাল মিডিয়া ইউজার।
মাঝেমধ্যেই তিনি ছবি অথবা ভিডিয়ো পোস্ট করে থাকেন সমাজ মাধ্যমের পর্দায়। নিজের বক্তব্য তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। এবারে একেবারে অন্যরকম একটি ভিডিয়ো নিয়ে এলেন অনুপম। ব্যাপারটা বেশ মজার হলেও তিনি যে বিরম্ভনায় পড়েছেন, সেটাই সকলের সামনে তুলে ধরতে চেয়েছেন তিনি।
আরও পড়ুন: ভাষা বিতর্কের মধ্যেই মুক্তি পেল ‘রক্তবীজ ২’ ছবির গান, মিলেমিশে একাকার দুই বাংলা
আরও পড়ুন: প্রকাশ্যে SST বেঙ্গল- এর প্রমো, শুধু রুকমা নন, ধারাবাহিকে দেখা যাবে এই নায়িকাকেও
ভিডিয়োয় অনুপমকে বলতে শোনা যায়, এখন পাবলিক টয়লেটে এলেও ভীষণ সমস্যায় পড়তে হয়। পাবলিক টয়লেটে কোনটি পুরুষ এবং কোনটি মহিলাদের, সেটা এখন ভালো করে বোঝাই যায় না। মহিলা বা পুরুষৌচালয় আলাদা করার জন্য শুধুমাত্র মহিলা বা পুরুষ লিখলেই মিটে যায়, কিন্তু এখন অদ্ভুত অদ্ভুত ছবি লাগানো থাকে যা দেখে আপনি বুঝতেই পারবেন না কোনটি পুরুষ শৌচালায়, কোনটি মহিলা।
এর পরেই ব্যাক ক্যামেরা অন করে অনুপম খের দেখান, তিনি একটি রয়েছে একটি অবয়বয়ের ছবি, যে জোর করে টয়লেট চাপার চেষ্টা করছে। অন্যদিকেও ঠিক তেমনি একটি ছবি লাগানো রয়েছে। চট করে দেখে আপনি বুঝতে পারবেন না, কোনটি মহিলার ছবি কোনটি পুরুষের। খুব স্বাভাবিকভাবেই তাড়া থাকলেও আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতেই হবে।
আরও পড়ুন: মায়ের পর এবার বাবা! হৃতিকের ‘ওয়ার ২’ গানের তালে তালে নাচলেন রাকেশ রোশন
আরও পড়ুন: 'তাদের আমন্ত্রণই জানানো...', শো বয়কটের দাবি জানানো তারকাদের একহাত নিলেন রণবীর
এমন অদ্ভুত ছবি দেখে অন্যদের মতো সংশয়ে পড়ে গিয়েছিলেন অনুপম। ব্যাপারটা সকলের সঙ্গে শেয়ার করার জন্যই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো পোস্ট করেন তিনি। অনুপমের এই বক্তব্য সহমত প্রকাশ করেন অনুরাগীরা। সত্যিই এখন সহজ সরল ব্যাপারগুলিও যেভাবে দেখানো হয়, তাতে সমস্যা আরও বেশি তৈরি হয়।