‘করুনাময়ী রাণী রাসমণি’ থেকে 'মহাপ্রভু শ্রীচৈতন্য', 'রামপ্রসাদ'-এর মতো ঐতিহাসিক ও ভক্তিমূলক ধারাবাহিকে কাজ করেছেন সায়ক চক্রবর্তী। আর প্রতিটি চরিত্রেই বলা চলে ছক্কা হাঁকিয়েছেন। এই ধরনের মেগার ক্ষেত্রে তিনি যে দারুণ পটু তা আর বলার অপেক্ষা রাখে না। আর এবার ফের এমনই একটি মেগায় দর্শকদের বড় চমক দিতে চলেছেন নায়ক। শোনা গিয়েছিল ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকে তাঁকে দেখা যাবে। আর এবার প্রকাশ্যে এল তাঁর মেগার প্রথম লুক।
আরও পড়ুন: ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’তে এন্ট্রি সায়কের! কোন চরিত্রে দেখা যাবে নায়ককে?
এই ধারাবাহিকে নায়ককে 'রাজা রাজবল্লভ'-এর চরিত্রে দেখা যাবে। রাজবল্লভ মূলত একটি ধূসর চরিত্র। তিনি ভবানীর রাজ্যপাটে কী প্রভাব ফেলবেন তাই মেগায় দেখা যাবে। এর আগে সায়ককে এই ধারাবাহিকের প্রচারে দেখা গিয়েছিল। আর এবার নিজেই সেই মেগায় যোগ দিতে চলেছেন।
এই মুহূর্তে ধারাবাহিকে দেখানো হচ্ছে 'ভবানী' শ্বশুর বাড়িতে এসেছে। নাটোরের রাজগুরু মনে করেছিলেন 'ভবানী' দেবাংশী। তাঁর আগমনের সঙ্গে সঙ্গেই নাটোর রাজপরিবারের কুলদেবী জয়দুর্গা ফের তাঁর মন্দিরে ফিরবেন, থাকবেন তাঁর সিংহাসন আলো করে। কিন্তু তা না হওয়ায় ভিবানীকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই দেবী ভবানীকে স্বপ্নাদেশে দেন। তাঁকে নিয়ে ফের 'ভবানী' ফেরেন রাজবাড়িতে। জানান, দেবী ভবানী হলেই দেবী জয়দুর্গার আর এক রূপ।
আরও পড়ুন: বক্স অফিসে 'মহাবতার নরসিংহ'-এর জয়জয়কার! কত আয় করল ছবিটি?
তবে সে কথা রাজগুরু বিশ্বাস না করায় আপাতত ভবানীর ঘরেই মা ভবানীর সিংহাসন পাতা হয়। অন্যদিকে, রাজহেঁশেলে শুরু হয় ভবানীর পরীক্ষা। জলছাড়া পোলাও বানানোর ভার পড়ে তাঁর উপর। শেষে থোড়ের জল দিয়ে পোলাও রেঁধে তার স্বাদে সকলকে মুগ্ধ করে দেয় ভবানী। কোনও ভাবেই ভবানী আর রামকান্তকে বিপদে ফেলতে না পেরে দেবীপ্রসাদ ফন্দি আঁটে এবার ইংরেজ সাহেবদের সঙ্গে হাত মেলাবে। অন্যদিকে, রাজবাড়িতে শুরু হয় ভবানী আর রামকান্তর প্রীতিভোজের আয়োজন। সেই প্রীতিভোজে হাজির থাকবেন জগৎশেঠ থেকে কৃষ্ণচন্দ্র, রাজবল্লভ সঙ্গে থাকবেন গোপাল ভাঁড়ও।
কাজের সূত্রে, অনেকটা সময় বিরতির পর চলতি বছর লীনা গঙ্গোপাধ্যায়ের 'চিরসখা' মেগার হাত ধরে কামব্যাক হয় সায়কের। তারপর জি বাংলার 'তুই আমার হিরো' ধারবাহিকে খুব গুরুত্বপূর্ণ চরিত্রে নজরকাড়েন নায়ক। আর এবার খবর ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’তেও থাকছেন তিনি। সব মিলিয়ে এক কথায় বলাই যায় যে ২০২৫ সায়কেরই বছর।