বর্তমানে অনেক বাঙালি অভিনেতা অভিনেত্রী মুম্বইতে পাড়ি দিয়েছেন। বিনোদন জগতের জনপ্রিয় মুখ অদ্রিজা রায় থেকে দেব চন্দ্রিমা সিংহ রায়, দর্শনা বণিকদের পদাঙ্ক এবার অনুসরণ করলেন তৃণা সাহা। তিনিও এবার পাড়ি দিলেন মুম্বইতে।
আরও পড়ুন: ক্যানসারের জন্য কাজ পাচ্ছেন না হিনা! 'আমাকে দয়া করে ফোন করুন…', বললেন নায়িকা
শনিবার টলিউড অনলাইনের শেয়ার করা একটি পোস্টে দেখা যায় নায়িকা কলকাতা বিমানবন্দরের সামনে গাড়ি থেকে নামছেন। তাঁর পরনে একটি ডেনিম জ্যাকেট, তাতে লেখা নায়িকারই নাম। ডেনিমের শর্ট স্কার্ট ও একটি গোলাপি রঙের টপ। তাঁর চোখে ছিল কালো ফ্রেমের চশমা। কানে দুল, প্রায় নো মেকআপ লুকে ধরা দিয়েছিলেন তৃণা। সেখানেই জানা যায় মুম্বই যাচ্ছেন তিনি।
কিন্তু কেন হঠাৎ মুম্বইতে যাচ্ছেন নায়িকা? তবে কি কোনও হিন্দি ছবি বা মেগাতে দেখা যাবে তাঁকে? কিন্তু বর্তমানে বাংলা টেলেভিশনে তাঁর মেগা রমরমিয়ে চলছে। তবে তা ছেড়েই কি মুম্বইতে চললেন তিনি? নাকি ঘুরতে যাচ্ছেন নায়িকা? না দুটোর কোনওটাই নয়। আসলে নায়িকা যাচ্ছেন একটি ব্র্যান্ডের প্রোমোশনে। এই প্রসঙ্গে তিনি টলিউড অনলাইনকে বলেন, 'সবাই বম্বেতে যাওয়ার জন্য উৎসাহী হয়ে পড়েন, সেখানে আমি যে ব্র্যান্ডের জন্য কাজ করতে যাচ্ছি সেটার জন্য বেশী উৎসাহী।'
আরও পড়ুন: মা হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই এ কী পোস্ট করলেন কিয়ারা! শোরগোল নেটদুনিয়ায়
প্রসঙ্গত, তৃণার স্বামী নীল ভট্টাচার্য বেশ কিছুদিন আগে মুম্বইতে গিয়েছিলেন। কাজের সূত্রে বর্তমানে নায়িকাকে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’-এ ইন্দ্রজিৎ বসুর বিপরীতে দেখা যাচ্ছে। 'খোকাবাবু' ধারাবাহিকে প্রথম নায়িকার ভূমিকায় তাঁকে দেখেছিলেন দর্শকরা। তারপর 'খড়কুটো', ‘ধূলোকণা’র মতো মেগাতে তাঁকে দেখা যায়। এছাড়াও নানা সিরিজেও ইতিমধ্যেই কাজ করেছেন অভিনেত্রী।
কিছুদিন আগেই তাঁর মেগা পরশুরাম ১০০ পর্বের উদযাপন করেছেন। ১০ মার্চ থেকে শুরু হয়েছিল ইন্দ্রজিৎ বসু এবং তৃণা সাহা ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’-এর পথ চলা। অল্প কিছু দিনের মধ্যেই এই মেগা দর্শকদের মন জয় করে নিয়েছে। আন্ডারগ্রাউন্ড স্পাইয়ের গল্প দর্শকদের মনে দারুণ ভাবে জায়গা করে নিয়েছে। তার পাশাপাশি ধারাবাহিকের গল্পে একের পর এক নতুন মোড় তো রয়েছে। এই সব কিছুর মাঝেই দেখতে দেখতে ১০০ পর্বে পা রাখে ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিক। ফ্লোরেই হয় গ্র্যান্ড সেলেব্রেশন।