সম্প্রতি, কিয়ারা আডবানী এবং সিদ্ধার্থ মালহোত্রা একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তাঁরা চলতি বছরের ১৫ জুলাই বাবা-মা হয়েছেন। সন্তানের জন্মের পর তাঁদের দু'জনের বাড়িতেই আনন্দের পরিবেশ। তার কন্যার জন্মের মাত্র কয়েক সপ্তাহ পরে, কিয়ারা একটি পোস্ট শেয়ার করেছেন, যা বেশ ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: বক্স অফিসে 'মহাবতার নরসিংহ'-এর জয়জয়কার! কত আয় করল ছবিটি?
আরও পড়ুন: ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’তে এন্ট্রি সায়কের! কোন চরিত্রে দেখা যাবে নায়ককে?
গভীর রাতে কিয়ারা আডবাণী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছেন। কিয়ারা সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার আসল অর্থ জানিয়েছেন। কিয়ারা একটি পোস্ট রি-শেয়ার করেছেন, যেখানে লেখা ছিল, ‘আমি তোমার ডায়াপার বদলাচ্ছি, তুমি আমার পৃথিবী বদলে দাও। এটা সত্যি।’ মা হিসেবে তার নতুন ভূমিকার আনন্দ এবং ক্লান্তি কিয়ারা খুব ভালো ভাবে প্রকাশ করেছেন। পোস্টে তিনি একটি হার্ট ইমোজিও শেয়ার করেছেন।
আরও পড়ুন: রাখি পূর্ণিমাতে কাঞ্চনের সঙ্গে প্রথম দেখা হয় শ্রীময়ীর! নায়িকা ভাগ করে নিলেন ১৩ বছর আগের সেই গল্প
আরও পড়ুন: চেহারা নিয়ে স্ত্রী নন্দিনীকে করা কটাক্ষের বিরুদ্ধে সরব আবির! ‘বদলাতে পারব না…’, যা বললেন নায়ক
প্রসঙ্গত, চলতি বছরের ১৫ জুলাই সিদ্ধার্থ মালহোত্রা তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর মেয়ের জন্মের কথা জানান। একটি পোস্ট শেয়ার করে তিনি লিখেছেন, 'আমাদের এই দিনটা আবেগে ভরা ছিল, কারণ এখন আমাদের জীবন সম্পূর্ণরূপে বদলে গিয়েছে। আমাদের একটি মেয়ে আছে। আপনাদের সকলের কিয়ারা এবং সিদ্ধার্থ।' এই পোস্টের ক্যাপশনে, সিদ্ধার্থ মালহোত্রা একটি হাত জোড় করা ইমোজি, একটি হার্ট হৃদয় এবং একটি চোখের ইমোজি শেয়ার করেছেন।

আরও পড়ুন: চেহারা নিয়ে স্ত্রী নন্দিনীকে করা কটাক্ষের বিরুদ্ধে সরব আবির! ‘বদলাতে পারব না…’, যা বললেন নায়ক
কাজের সূত্রে, কিয়ারাকে শীঘ্রই ‘ওয়ার ২’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে কিয়ারার পাশাপাশি রয়েছেন জুনিয়র এনটিআর। অন্যদিকে, হৃতিক রোশন মুখ্য ভূমিকায় রয়েছেন। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ১৪ আগস্ট। ‘ওয়ার’ পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়। অন্যদিকে, সিদ্ধার্থকে, পরম সুন্দরীতে দেখা যাবে। সেখানে তাঁর সঙ্গে জাহ্নবী কাপুরকে মুখ্য ভূমিকায় দেখা যাবে। এই ছবিটিও অগস্টে মুক্তি পাবে।