টলিউডের অন্যতম হ্যান্ডসাম নায়ক আবির চট্টোপাধ্যায়। অভিনেতাকে যখন চিনতে শুরু করে বাংলা, তখন তিনি রীতিমতো বিবাহিত এবং এক সন্তানের বাবা। নন্দিনী চট্টোপাধ্যায়ের সঙ্গে আবিরের ১৭ বছরের সংসার! ২০০৭ সালে ভালোবেসে নন্দিনীকে বিয়ে করেছিলেন আবির। এমবিএ ক্লাসে আলাপ দু'জনের। এরপর সাত পাক ঘোরেন। কিন্তু মাঝে মাঝেই নন্দিনীর চেহারা নিয়ে কটাক্ষ করতে দেখা যায় অনেককে। আবিরের পাশে নন্দিনী কতটা মানানসই সেই নিয়ে এখনও কটাক্ষের মুখে পড়তে হয় নায়ককে। এবার তা নিয়েই সরব হলেন আবির।
কী বললেন নায়ক?
স্টেট আপ উইথ শ্রীতে এই প্রসঙ্গে কথা বলেন আবির। এই ট্রোলের বিষয়টা বদলাতে না পারা নিয়ে দুঃখ প্রকাশ করেন অভিনেতা। নায়ক বলেন, ‘আমার যেটা সব থেকে খারাপ লাগে তা হল আমি এটা কখনও বদলাতে পারব না, এবং আমার সান্তনা দেওয়ার জায়গাও নেই। এটা আমার সব থেকে খারাপ লাগার জায়গা, যে আমি কিছু করতে পারি না।’
আবিরকে ফাটাফাটি ছবিতে দেখা গিয়েছিল। ছবিটি মূলত বডি পজেটিভিটি নিয়ে ছিল। সেই সূত্র টেনে নায়ক বলেন, 'এমনকী ফাটাফাটি ছবির সময় বলেছিলাম যে, একটা সিনেমা কি কিছু বদলাতে পারবে? পারবে না। কিন্তু এটা নিয়ে আলোচনার জায়গাটা অন্তত তৈরি হবে।' এরপর ট্রোলিং প্রসঙ্গে নায়ক বলেন, ‘এই নিয়ে আমাকে সব জায়গাতেই প্রশ্ন করা হয়। তবে আমার মনে হয় যারা এগুলো করে তারা এই সময়টা পাওয়ারও যোগ্য নয়। তাই এটা নিয়ে আলোচনায় না যাওয়া উচিত। এটাকে এড়িয়ে যাওয়া উচিত। এর থেকে বড় অপমান তাঁদের করা যাবে না।’
আরও পড়ুন: মুম্বইতে ভেঙে ফেলা হল সলমন খানের ছবির সেট? ব্যাপারটা কী? দেখে নিন
প্রসঙ্গত, কিছুদিন আগে সমাজমাধ্যমে নন্দিনীকে ট্রোল করা হলে, ট্রোলারদের কড়া জবাব দিয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি ‘গৃহপ্রবেশ’-এর প্রিমিয়ারে নন্দিনীকে নিয়ে হাজির হয়েছিলেন আবির। সেই ছবি দেখে নন্দিনীকে ‘মোটা’ কটাক্ষ করে ট্রোল করা হচ্ছে দেখে সরব হয়েছিলেন ঋতাভরী। তিনি বলেছিলেন, 'কমেন্ট সেকশনই প্রমাণ, যে ফাটাফাটির মতো সিনেমা বানানোর প্রয়োজন কেন পড়েছে।’ দেখা যায়, ঋতাভরীর সেই কমেন্টের নীচে এক পুরুষ লেখেন, ‘মজার হল মন্তব্যগুলো মেয়েরাই করেছে’। আর তাতে জবাব দিয়ে ঋতাভরী ফের লেখন, ‘তাতে কিছু যায় আসে না। কোনও মানুষ যদি অন্য কাওকে তাঁর চেহারা দিয়ে বিচার করে তাহলে সেটা ভুল। মেয়েরা মন্তব্য করলেও ভুল। গুরুতর ভুল। যার কোনও শরীর নিয়ে বাঁচতে হচ্ছে না, তাঁর সেই শরীর নিয়ে এত মাথাব্যথা কেন ভাই?’