দীর্ঘদিনের বান্ধবী শ্রীময়ী চট্টোরাজের সঙ্গে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন কাঞ্চন মল্লিক। এরপর মার্চ মাসে ধুমধাম করে হয় তাঁদের সামাজিক বিয়ে। কিন্তু জানলে অবাক হবেন এই রাখি বন্ধন উৎসবের দিনেই প্রথম দেখা হয়েছিল তাঁদের। শনিবার রাখি পূর্ণিমার দিনে এই প্রসঙ্গেই নানা কথা ভাগ করে নিয়েছেন কাঞ্চন-পত্নী শ্রীময়ী।
আরও পড়ুন: চেহারা নিয়ে স্ত্রী নন্দিনীকে করা কটাক্ষের বিরুদ্ধে সরব আবির! ‘বদলাতে পারব না…’, যা বললেন নায়ক
শনিবার দেশের নানা প্রান্তজুড়ে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। তার মধ্যেই নিজেদের নানা সুন্দর মুহূর্তের একগুচ্ছ ছবি পোস্ট করে শ্রীময়ী লেখেন, ‘আজ থেকে ঠিক ১৩ বছর আগে এই রাখি পূর্ণিমার দিনে একটা সিরিয়াল করার সময় কাঞ্চন মল্লিকের সঙ্গে আমার দেখা হয়েছিল। সেই সময় আর পাঁচ জনের মতো অভিনেতা কাঞ্চন মল্লিককে দেখে আমিও উত্তেজিত হয়ে পড়েছিলাম। টিভিতে একজন সাবলীল অভিনেতা হিসেবে তাঁকে দেখে এসেছি, তারপর তাঁকে সামনে থেকে দেখতে পাচ্ছি, সেটা সেই সময় আমার কাছে খুব আনন্দের ব্যাপার ছিল। সেদিন আমি কখনও ভাবিনি যে আমরা একসময় জীবনসঙ্গী হব। ২০১২ সালের রাখি পূর্ণিমা থেকে, প্রথম কথা বলা শুরু করি। তারপর বন্ধুত্ব, তারপর গভীর বন্ধুত্ব, তারপর প্রেম, তারপর বিয়ে, তারপর সন্তান। আজ দাঁড়িয়ে ১৩ বছর আগের কথা ভাবলে মনে হয় আমার জীবনের গল্পটা রূপকথার মতো।’
এটা কাঞ্চনের তৃতীয় বিয়ে, তাছাড়াও কাঞ্চনের থেকে শ্রীময়ীর বয়সের ফারাক অনেকটাই। তাই তাঁদের বিয়ে নিয়ে তাঁদের নানা কটাক্ষ শুনতে হয়েছিল। তবে সে সব কখনওই খুব একটা পাত্তা দেননি তাঁরা। সেই সূত্র ধরে নায়িকা আরও লেখেন, ‘হ্যাঁ, যাত্রাটা হয়তো রূপকথার মতো মসৃণ ছিল না। কিন্তু আমি এটা খুব উপভোগ করেছি। আমি জানি যে উত্থান-পতন না থাকলে সম্পর্ক বাঁচানোর লড়াইটা মসৃণ হত না। যখন সব কিছু সহজে আসে, তখন সেই জিনিসের মূল্য হারিয়ে যায়, কারণ সেই সময় একটা সংগ্রাম ছিল। আজ ২০১২ সালে আমাদের ডেটের ১৩ বছর পরও, আমরা এখনও বলতে পারি আমরা প্রিয় বন্ধু। আমরা তর্ক করি, লড়াই করি, গর্বও করি, ঠিক যেন এক বিশুদ্ধ বন্ধুত্ব। আজ আমরা ১৩ বছর ধরে একসঙ্গে আছি, খুব সহজ ভাবে।’ এছাড়াও তিনি একটি ভিডিয়োও পোস্ট করেন।